Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার তার মধ্যেই কিছু ভিডিয়ো এমনও থাকে, যা দেখে হাসি থামানো দায় হয়ে যায়। কোনও ভিডিয়ো দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি হিংস্র কুকুর একটি বিড়ালের উপর আক্রমণ করে। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় পোষ্য় বিড়ালটির মালিক। তারপরে যেভাবে বিড়ালটিকে কুকুরটির হাত থেকে বাঁচায়, তা দেখলে আপনি অবাক হবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুকুর এবং একটি বিড়ালের লড়াই চলছে। কুকুরটি বিড়ালটির উপরে উঠে যায়। সে বিড়ালটিকে কামড়ানোর চেষ্টা করে। কিন্তু তখন সেখানে এক ব্যক্তি পৌঁছায় এবং সে বিড়ালটিকে বাঁচাতে গেলে, কুকুরটি তাকে আক্রমণ করতে ছুটে আসে। সে কুকুরটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটি সেখান থেকে পালাতে একেবারেই প্রস্তুত না। যদিও সেই ব্যক্তি হাল ছাড়েননি। শেষে কুকুরটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে বিড়াল এক কোণ থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। সে এতটাই ভয় পেয়ে গিয়েছে, যে সেখান থেকে এক পাও নড়তে পারছে না।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে wildlife011 নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত 11 হাজারেরও বেশি ভিউ হয়েছে। যেখানে শত শত মানুষ ভিডিয়োটি লাইক করেছে। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “লোকটি সঠিক সময় সেখানে না এলে, বিড়ালটিকে বাঁচানো যেত না।”