Viral Video: কুকুরের সঙ্গে বন্ধুত্ব বিশালাকায় বাঘের, অদ্ভুত দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ সকলের
Latest Viral Video: ভিডিয়োটি Nature is Amazing নামক একটি অ্যাকাউন্ট থেকে X-এ শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছে।
সোশ্যাল মিডিয়ায় এমন অবাক করা ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে এবার একটি মিষ্টি ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একটি কুকুর আর একটি বাঘের ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। কিন্তু কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োয়? একটি কুকুর বাঘের সঙ্গে খেলা করছে। ভয় পাওয়ার বদলে কুকুরটি বাঘের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভিডিয়োটি দেখে আপনার প্রথমেই যেটা মনে হবে, তা হল নিশ্চয়ই একে অপরকে বহুদিন ধরে চেনে। কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে না। এমনকি বাঘটিও ভয় দেখাচ্ছে না। উল্টে একে অপরকে আদর করে দিচ্ছে। বাঁদরের সঙ্গে কুকুর, বিড়ালের সঙ্গে অন্য প্রাণীর ভিডিয়ো তো অনেক ভাইরাল হয়েছে। কখনও এভাবে কুকুর আর বাঘকে একসঙ্গে থাকতে দেখেছেন? এরা যেন একে অপরকে কাছ ছাড়া করতে নারাজ। বাঘকে ভয় না পেয়ে কুকুরটিও তার সঙ্গ উপভোগ করছে। সাধারণত এমন দৃশ্য দেখা যায় না। কারণ বাঘকে সবসময় অন্য প্রাণী শিকার করতে দেখা যায়। তবে এই ভিডিয়োতে দেখা গিয়েছে বাঘ এবং কুকুর উভয়ই পোষা প্রাণী। এই কারণেই একসঙ্গে থাকার ফলে তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব রয়েছে।
The most unlikely friendship 🐅🐶 pic.twitter.com/na7tHIqD8f
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) October 24, 2023
ভিডিয়োটি Nature is Amazing নামক একটি অ্যাকাউন্ট থেকে X-এ শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছে। এই ভিডিয়োতে, কুকুর এবং বাঘের মধ্যে গভীর বন্ধুত্ব দেখে ব্যবহারকারীরাও অবাক হয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “কুকুরটিকে খুব খুশি দেখাচ্ছে।” আরেকজন লিখেছে, “আমার মনে হয় কুকুরটা ভয় পেয়েছে, তাই এমনভাবে রয়েছে।”