Latest Viral Video: হাতি যে অন্য যে কোনও প্রাণীর তুলনায় বেশি বুদ্ধিমান প্রাণী, তা আর বলার অপেক্ষা থাকে না। এমন কি অন্য সব প্রাণীদেক থেকে খাবারও অনেক বেশি খায়। হাতিদের (Elephant) কলা খেতে দেখেছেন নিশ্চয়ই। এই প্রাণীটির মুখের কাছে তার খাওয়ার মতো যাই কিছু ধরা হয়, কয়েক সেকেন্ডেই তা গলগ্রহ করে। কিন্তু বার্লিনের চিড়িয়াখানার একটি হাতিকে দেখে অধিকাংশ মানুষ অবাক হয়েছে। আপনার মনে হতে পারে এমন একচি হাতির কথা বলা হচ্ছে, যে বুঝি কিছুই খায় না। কিন্তু না, তেমনটা একেবারেই নয়। বরং তার কলা খাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। তার এভাবে কলা খাওয়ার অনন্য দক্ষতা মানুষের মন জয় করেছে। হাতিটিকে যে কোনও কলা দিলেই সে খায় না। প্রথমে ভাল করে পরখ করে, তারপরে যত্নে সেই কলার খোসা (Banana Peel) ছাড়িয়ে খায়। ভিডিয়োটি দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না।
কারেন্ট বায়োলজি ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অনন্য এশিয়ান হাতির নাম পাং ফা, যে বার্লিন চিড়িয়াখানায় থাকাকালীন কলার খোসা ছাড়াতে শিখেছে। কলার খোসা ছাড়াতে, প্যাং প্রথমে কলাটিকে দু’টি ভাগে ভাগ করে। তারপর কলাটি খায় খায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন, কীভাবে মানুষের মতো একটি কলার খোসা ছাড়িয়ে খাচ্ছে প্যাং। শুধু তাই নয়, একটু বেশি দাগ লাগা কলা বা শুকিয়ে যাওয়া কলা দিলে নিমেষেই ফেলে দিচ্ছে সে। আর তারপরেই যখন তাকে একটি হলুদ সুন্দর কলা দেওয়া হচ্ছে, সে তার খোসা ছাড়িয়ে খেয়ে নিচ্ছে।
গবেষণায় দাবি করা হয়েছে যে, এশিয়ান হাতি প্যাং শুধুমাত্র হলুদ কলা খায়। সে মানুষের মতোই বাদামী রঙয়ের কলা এড়িয়ে যাচ্ছে। গবেষকরা বলেন, “আমরা হাতির মধ্যে একটি খুব অনন্য আচরণ আবিষ্কার করেছি। পাং ফা-এর কলার খোসা ছাড়ানোর পদ্ধতি খুবই অনন্য। এটা তার দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। হাতির বুদ্ধিমত্তা প্রশংসা করার মতো।”
Latest Viral Video: হাতি যে অন্য যে কোনও প্রাণীর তুলনায় বেশি বুদ্ধিমান প্রাণী, তা আর বলার অপেক্ষা থাকে না। এমন কি অন্য সব প্রাণীদেক থেকে খাবারও অনেক বেশি খায়। হাতিদের (Elephant) কলা খেতে দেখেছেন নিশ্চয়ই। এই প্রাণীটির মুখের কাছে তার খাওয়ার মতো যাই কিছু ধরা হয়, কয়েক সেকেন্ডেই তা গলগ্রহ করে। কিন্তু বার্লিনের চিড়িয়াখানার একটি হাতিকে দেখে অধিকাংশ মানুষ অবাক হয়েছে। আপনার মনে হতে পারে এমন একচি হাতির কথা বলা হচ্ছে, যে বুঝি কিছুই খায় না। কিন্তু না, তেমনটা একেবারেই নয়। বরং তার কলা খাওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। তার এভাবে কলা খাওয়ার অনন্য দক্ষতা মানুষের মন জয় করেছে। হাতিটিকে যে কোনও কলা দিলেই সে খায় না। প্রথমে ভাল করে পরখ করে, তারপরে যত্নে সেই কলার খোসা (Banana Peel) ছাড়িয়ে খায়। ভিডিয়োটি দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না।
কারেন্ট বায়োলজি ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অনন্য এশিয়ান হাতির নাম পাং ফা, যে বার্লিন চিড়িয়াখানায় থাকাকালীন কলার খোসা ছাড়াতে শিখেছে। কলার খোসা ছাড়াতে, প্যাং প্রথমে কলাটিকে দু’টি ভাগে ভাগ করে। তারপর কলাটি খায় খায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন, কীভাবে মানুষের মতো একটি কলার খোসা ছাড়িয়ে খাচ্ছে প্যাং। শুধু তাই নয়, একটু বেশি দাগ লাগা কলা বা শুকিয়ে যাওয়া কলা দিলে নিমেষেই ফেলে দিচ্ছে সে। আর তারপরেই যখন তাকে একটি হলুদ সুন্দর কলা দেওয়া হচ্ছে, সে তার খোসা ছাড়িয়ে খেয়ে নিচ্ছে।
গবেষণায় দাবি করা হয়েছে যে, এশিয়ান হাতি প্যাং শুধুমাত্র হলুদ কলা খায়। সে মানুষের মতোই বাদামী রঙয়ের কলা এড়িয়ে যাচ্ছে। গবেষকরা বলেন, “আমরা হাতির মধ্যে একটি খুব অনন্য আচরণ আবিষ্কার করেছি। পাং ফা-এর কলার খোসা ছাড়ানোর পদ্ধতি খুবই অনন্য। এটা তার দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। হাতির বুদ্ধিমত্তা প্রশংসা করার মতো।”