Latest Viral Video: প্রাণীরাও মানুষের মতো ঝগড়ে করে। এমন কী সেই ঝগড়া যখন সীমা ছাড়ায় তখন রেগে গিয়ে মারামারিও করে। আবার কখনও কখনও আত্মরক্ষার জন্য এমন কিছু করে বসে, যা আপনার কল্পনারও বাইরে। প্রতিদিন কিছু না কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Medis) ভাইরাল হয়। তার মধ্যে পশু-পাখিদের এমন অনেক ভিডিয়ো থাকে যেগুলি আপনাকে একাধিকবার দেখতে বাধ্য করে। আবার এমনও অনেক ভিডিয়ো (Video) থাকে, যেগুলি খুব মজার। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি বিড়ালকে ভয় দেখাতে গিয়ে সপাটে চড় খেল একটি সাপ (Snake)। শুনেই চমকে উঠলেন তো? এমন সাহসী বিড়াল (Cat) আপনি আগে কখনও দেখেছেন?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়ালের দিকে একটি সাপ তেড়ে আসছে। আর বারবার ফনা তুলে বিড়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখানেই শেষ নয়, বিড়ালটিও প্রথমে ভয় পেয়ে পিছুপা হয়েছিল। কিন্তু তারপরেই সাহসিকতার পরিচল দিল। যতবারই সাপটি তার দিকে এগোচ্ছে, বিড়ালটি তাকে ভয় দেখাচ্ছে। অবশেষে সাপটি যখন ফের তার দিকে এগিয়ে এল, সে তুমুল রেগে গিয়ে সপাটে এক চড় মেরে দিল। আর তারপরেই সাপটিও ভয় পেয়ে সাখান থেকে চলে গেল।
এই ভিডিয়টি ‘purrfectfloof’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লাখ লাখ লাইক ও কোটি কোটি ভিউ এসেছে। এর পাশাপাশি হাজার হাজার বার শেয়ারও হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “বিড়ালের সাহসিকতা দেখে আমি অবাক।” আরও একজন লিখেছেন, “সাপটি যে কোনও সময় বিড়ালটিকে কামড়ে দিতে পারত। তবে অবাক ব্যপার হল বিড়ালটি একটুও ভয় পেল না।”