Viral Video Today: সারা বিশ্বে প্রতিদিন শত শত মানুষ রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছে। কখনও কখনও একজনের ভুলের শিকার হতে হয়, অন্যজনকে। অর্থাৎ রাস্তা দিয়ে সব কটি গাড়ি নিজের পথেই কম গতিতে এগচ্ছে। আর হঠাৎই একটি গাড়ি বা বাইক এমন থাকে, যার গতি অনেকটাই বেশি থাকে। ফলে ওই একটি গাড়ির কারণে রাস্তার অন্য গাড়িগুলি বিপদে পড়ে। তেমনই একটডি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। আর তারপরেই সেই ট্রাকটির এমন অবস্থা হয়, যা আপনি ভাবতেও পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফ্লাইওভারের দুটি ভিন্ন রাস্তা একে অপরের সঙ্গে মিশে গিয়েছে। আর একটি রাস্তা দিয়ে ভারী ট্রাক আসছে, নিজের গতিতেই। এমন সময় অন্য রাস্তা থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি ট্রাকটিকে ধাক্কা দেয়। গাড়িটি সামনে আসার কারণে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। আর কিছুটা এগিয়ে গিয়ে ট্রাকটিতে আগুন লেগে যায়। আর টুকরোগুলো আলাদা হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে।
— 1000 WAYS TO DIE (@1000waystod1e) September 7, 2023
এই ভিডিয়োটি দেখার পরে শিউরে উঠেছেন অধিকাংশ নেটিজ়েন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “যে চালক এই ঘটনা ঘটিয়েছে তার জেল হওয়া উচিত।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ট্রাকে হঠাৎই আগুন ধরে যায়। কিন্তু ভিডিয়োটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, যে কার ভুল।” ভিডিয়োটি পোস্ট করার পর ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়োয়।