বর্ষায় রাস্তায় জল জমলে, এমনিতেই মানুষের নাজেহাল অবস্থা হয়। তারউপরে যানজট তো রয়েইছে। কিন্তু সব সমস্যার মধ্যেও কিছু কিছু মানুষ এমন থাকে, যারা আনন্দ করতে ভোলে না। আবার আনন্দ করতে গিয়েও বিপদ ডেকে আনেন কিছু মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রাস্তায় যানজট থাকা অবস্থায় এক ব্যক্তি এমন কিছু করে বসেন, যা দেখে আপনি হেসে উঠবেন। চলন্ত যানবাহনের ফাঁকে তিনি বর্ষায় জলে থাকা জলে সার্ফিং করছেন।
প্রায় 13 সেকেন্ডের এই ভিডিয়োটি (@Enezator) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, লোকটি যানজটপূর্ণ রাস্তায় কোনও ভয় ছাড়াই ট্রাকের পেছনে ঝুলছে। দৃশ্যটি দেখে মানুষ অবাক। এই ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়েও হাসছেন এবং সেই মুহূর্তটি উপভোগ করছেন। রাস্তায় জমে থাকা জলে একটি কার্পেটে শুয়ে তিনি ট্রাকের পিছনের একটি হাতল ধরে আছেন। আর ট্রাকটি চলছে, সেই সঙ্গে তিনিও সেই জলে যাচ্ছেন।
Every neighborhood has a crazy pic.twitter.com/e383s3sU6z
— Enezator (@Enezator) August 24, 2023
25 আগস্ট শেয়ার করা এই ক্লিপটি এখনও পর্যন্ত 2 লাখের বেশি মানুষ দেখেছে। একই সঙ্গে লাইক দিয়েছেন প্রায় চার হাজার মানুষ। এ ছাড়া ব্যবহারকারীরা কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “তিনি হাসছেন এবং উপভোগ করছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “তিনি তার জীবনের সেরা সময় পার করছেন।”