Viral Video: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়ল মদ্যপ যুবক, তারপরের দৃশ্য আরও ভয়াবহ!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 27, 2023 | 5:25 PM

Latest Viral Video: এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 17.8 মিলিয়ন মানুষ দেখেছেন। এর আগেও একই রকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে সেলফি তুলতে গিয়ে সিংহের ঘেরে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি।

Viral Video: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়ল মদ্যপ যুবক, তারপরের দৃশ্য আরও ভয়াবহ!

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যে দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। কখনও আবার তার মধ্যেই কিছু মজার ভিডিয়ো থাকে। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় নেই। সিংহের গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠলেও ভিডিয়োতে সিংহের সামনে এক মদ্যপ ব্যক্তির কাজ দেখলে হতবাক হয়ে যাবেন। জাল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন এক ব্যক্তি। সিংহের কাছে দাঁড়িয়ে থাকা নেশাগ্রস্ত ব্যক্তি তাকে ইশারা করতে থাকে। এই ব্যক্তি সিংহকে দেখে প্রথমে মাটিতে বসেন, তারপর সেখানেই বিশ্রাম নিতে শুরু করেন। তারপরের দৃশ্য দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকে পড়েছেন। এই সময় ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা সিংহটি ব্যক্তিটিকে মনোযোগ দিয়ে দেখছে। এর পর সিংহ সেই ব্যক্তির কাছাকাছি যায় এবং তার শরীর শুকতে শুরু করে। প্রতি মুহুর্তে আপনার মনে হবে, এই বুঝি সিংহটি ব্যক্তিটির উপর আক্রমণ করল। আর খাঁচার বাইরে থেকে সবাই চিৎকার থাকে। এর পর সিংহকে আক্রমণ করতে দেখা যায়। সিংহ প্রথমে সেই ব্যক্তিকে পায়ে আঘাত করে। আর তারপর তার চারপাশে ঘুরতে থাকে।


এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 17.8 মিলিয়ন মানুষ দেখেছেন। এর আগেও একই রকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে সেলফি তুলতে গিয়ে সিংহের ঘেরে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। সিংহ সেই ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করে।