Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেরই প্রতিভা উঠে আসে সবার সামনে। আর সেই সব প্রতিভা দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কখনও কেউ গাড়ির খারাপ হয়ে যাওয়া পার্টস দিয়ে অটো বানিয়ে ফেলে, আবার কেউ এমন বাইক বানায়, যা প্রচুর নেটিজেনদের নজর কাড়ে। তবে এবার এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে এক ব্যক্তিকে তার সাইকেলেই সাউন্ড সিস্টেম বানিয়ে ফেলতে দেখা গিয়েছে। 6টা স্পিকারের এই সাউন্ড সিস্টেম দেখলে আপনার চোখ কপালে উঠবে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে দেখে মুখে হাসি আসতে বাধ্য। এটি তেমনই একটি ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি সাইকেলে একটি মিউজিক সিস্টেম লাগিয়েছে। এই মিউজিক সিস্টেমটা লোকটি নিজেই বানিয়েছে। লোকটি বাইকের ক্যারিয়ারে 6টি স্পিকার এবং একটি পাইওনিয়ার উফার সেট মাউন্ট করেছে। এর উপরে একটি ব্যাটারিও রাখা হয়েছে। পুরো মিউজিক সিস্টেমের কন্ট্রোলগুলি সিটের সামনে রাখা হয়েছে। ভিডিয়োটি দেখতে দেখতে আপনার চোখ সাউন্ড সিস্টেমের প্রতিটা স্পিকারে যাবে। আর সেই সব কিছুই কোনও না কোনও ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো।
ভিডিয়োটি ‘ইউনাইটেড আরব এমিরেটস’ ইনস্টাগ্রাম পেজ @iamautomotivecrazer পোস্ট করেছে, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 37 লাখ ভিউ ও 1 লাখ 83 হাজার লাইক পেয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ওনার বুদ্ধি দেখে আমি অবাক। কত সুন্দর একটি সাউন্ড সিস্টেম বানিয়ে ফেলেছেন।”