বাড়িতে বসে যখন ইচ্ছে খাবার অর্ডার করে ফেলছেন, আর কয়েক মিনিটের মধ্যে অর্ডার করা খাবার আপনার কাছে চলে আসছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হোক কিংবা বাড়ি বসে খাবার অর্ডার, সব কিছুই নিমেষে হয়ে যাচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে। বর্তমানে দেশে অনেক অনলাইন ফুড কোম্পানি চলছে, যার মাধ্যমে মানুষ দিনরাত খাবারের অর্ডার দিয়ে থাকে। সেই খাবার প্রায় আধঘণ্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যায়। তবে অনেক সময় এসব খাবার কোম্পানি থেকে খাবার অর্ডার করতে গিয়ে প্রতারণার শিকার হন মানুষ। তার অনেক ভিডিয়ো, ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার এমন একটি ঘটনা সামনে এসেছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো কী দেখা যাচ্ছে?
বেঙ্গালুরুতে বসবাসকারী এক ব্যক্তি অনলাইন ফুড কোম্পানি সুইগি (swiggy) থেকে খাবারের অর্ডার দিয়েছিলেন। খাবার তার কাছে সময়মতো পৌঁছেছিল, কিন্তু তিনি তা খুলতেই দেখতে পেলেন তার ভেতরে একটি জীবন্ত শামুক নড়ছে। আর তা দেখে সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিয়ো করে, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর তা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ধবল সিং নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @Dhavalsingh7 নামের আইডি দিয়ে শেয়ার করেছেন।
Never ordering from @LeonGrill ever again!@SwiggyCares do whatever you can to ensure this shit doesn’t happen to others…
Blr folks take note
Ughhhhh pic.twitter.com/iz9aCsJiW9— Dhaval singh (@Dhavalsingh7) December 15, 2023
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি শামুক খাবারের উপরে নড়ছে। ভিডিয়োটি শেয়ার করার সময়, ব্যক্তি টুইটারে সুইগিকে ট্যাগ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “আমি কখনই লিওন গ্রিল থেকে খাবার অর্ডার করব না। @SwiggyCares এই ধরনের ঘটনা যাতে অন্যদের সঙ্গে না ঘটে, তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, তা করুন।” মাত্র 9 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 2 লাখের বেশি ভিউ হয়েছে এবং ভিডিয়োটি দেখার পর ব্যবহারকারীরা নানা ধরনের কমেন্ট করেছেন।