Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু অবাক করা ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে কোপ কপালে উঠতে বাধ্য। সাপের অনেক ভিডিয়োই ভাইরাল হয়। কখনও কেউ সাপকে সাবান মাখিয়ে স্নান করায়, কখনও সাপের সঙ্গে খালতে দেখা যায়। সম্প্রতি সাপ আর গরুর একটি বন্ধুত্বের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। কিন্তু আবারও এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের নজর কেড়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। এক ব্যক্তি একটি কোবরা সাপকে এক হাতে ধরে ফেললেন, আর তা দেখে অবাক তার আসেপাশে থাকা লোকজনও। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কোবরা সাপ পাওয়া গিয়েছে কারও বাড়ির বাইরে। সেখানে অনেক কাঠের টুকরো রাখা। আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে সাপটি। তা দেখতে পেয়ে সেখানে একটি লোক আসে, সম্ভবত তিনি সাপ উদ্ধারকারী। প্রথমে সেখান থেকে কাছগুলিকে সরালেন। তারপর সাপটিকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে সাপের লেজটি ধরে সেখান থেকে তুলে ফেলে এক হাতে। তারপরে বেশ কিছুক্ষণ ওভাবেই ধরে থাকে। সাপটিও কোনও রকম ফোস করেনি। আর এই অবস্থা দেখে অবাক নেটিজেনরা।
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে অনেক কমেন্ট করেছেন। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে ভিডিয়োটি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে snake_naveen নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 1 লাখ 40 হাজারের বেশি বার দেখা হয়েছে, অন্যদিকে 11 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। কেউ বলেছেন,”সাপটি ব্যক্তিটিকে স্পর্শও করতে পারল না।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “উনি মনে হয় সাপ ধরেন। তাই কোনও সমস্যা হল না।”