Viral Video: নারকেল গাছে আটকে গেল কোবরা সাপ, উদ্ধার করতে গিয়ে নাজেহাল অবস্থা দুই ব্যক্তির

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 26, 2023 | 5:45 PM

Latest Viral Video: ভিডিয়োটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দুর্গাপ্রসাদ হেগডে (@DpHegde) নামে একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। এই ক্লিপটি 2.20 মিনিটের। কর্ণাটকের এই ডাক্তার ক্যাপশনে লিখেছেন - "একটি নারকেল গাছে আটকে পড়া কোবরাকে বাঁচালেন এই ব্যক্তি। একটি আশ্চর্যজনক, সাহসী এবং ভীতিকর উদ্ধার পদ্ধতি।"

Viral Video: নারকেল গাছে আটকে গেল কোবরা সাপ, উদ্ধার করতে গিয়ে নাজেহাল অবস্থা দুই ব্যক্তির

Follow Us

সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেক কোবরার ভিডিয়ো ভাইরাল হচ্ছে। আর ভাইরাল হওয়ার জন্য মানুষ ভয়ঙ্কর এই বিষাক্ত সাপের সঙ্গে বিভিন্ন ভিডিয়ো করছে। কখনও কোবরাকে স্নান করাতে দেখা যাচ্ছে। আবার কখনও কোবরার মুখে চুমু খেতে। কিন্তু এর বেশিরভাগটাই ভাইরাল হওয়ার জন্য়, একথা বললে ভুল কিছু বলা হবে না। এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা কোনও প্রকার ভাইরাল হওয়ার জন্য নয়। বরং একটি কোবরা সাপ নারকেল গাছের গুঁড়িতে আটকে যায়। তারপরে এক ব্যক্তি এসে অনেক চেষ্টার পর সেই কোবরাকে উদ্ধার করে। কিন্তু সেই পদ্ধতি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি নারকেল গাছে কোবরা আটকা পড়েছে। কোনওভাবে উদ্ধারকারীরা তাকে বের করার চেষ্টা করেও পারছেন না। এক ব্যক্তি ধীরে ধীরে গাছের গুঁড়ি কাটতে শুরু করে। এদিকে সাপটিও ফোঁস করে উঠছে। ব্যক্তিটি সাবধানে একটি ছুরি দিয়ে সাপের চারপাশের জায়গাটি কেটে ফেলে। এর পর একজন লাঠির সাহায্যে সাপটিকে বের করার চেষ্টা করে। বেশ অনেকক্ষণের চেষ্টার পর অবশেষে তাকে বের করে আনা হয়।


এই ভিডিয়োটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দুর্গাপ্রসাদ হেগডে (@DpHegde) নামে একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। এই ক্লিপটি 2.20 মিনিটের। কর্ণাটকের এই ডাক্তার ক্যাপশনে লিখেছেন – “একটি নারকেল গাছে আটকে পড়া কোবরাকে বাঁচালেন এই ব্যক্তি। একটি আশ্চর্যজনক, সাহসী এবং ভীতিকর উদ্ধার পদ্ধতি।” এই পোস্টটি শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত প্রচুর ভিউ এবং লাইক পেয়েছে।

Next Article