Latest Viral Video: পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে, যাদের সন্ধানে ব্যস্ত বিজ্ঞানীরা। এমন অনেক জিনিস থাকে, যা দেখলে সাধারণ মানুষের হুঁশ উড়ে যায়। ঝিনুকের মধ্য়ে মুক্তোর মতো সুন্দর জিনিস তো অনেকেই দেখেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে, যা নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের। পাথর (Stone) কাটতেই বেরিয়ে এল চোখ ধাঁধানো একটি জিনিস। রোদে ধরে রাখতেই ঝলমল করে উঠল। ভিডিয়োটি না দেখলে বুঝতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি তার হাতে একটি ছোট পাথর ধরে আছেন, যা মাঝখান থেকে কাটা হয়েছে। তারপর তিনি সেই দু’টি টুকরোকে হাতে ধরে আছেন। ব্যক্তিটি যখন ঐ দু’টি টুকরোকে আলাদা করে দেখান, তখন এমন একটি জিনিস বেরিয়ে আসে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। পাথরের ভিতরে একটি চকচকে জিনিস দেখা যাচ্ছে, যা বেশ অদ্ভুত। এই চকচকে জিনিসটি দেখে আপনার একবার হলেও মনে হবে যেন পাথরের ভিতরে বিদ্যুৎ চলছে। এই ভিডিয়োটি আপনাকে একাধিকবার দেখতে বাধ্য় করবে। আপনি তারপরেও বুঝে উঠতে পারবেন না এই পাথরটি আদতেই আসল নাকি নকল। আপনি কি কখনও এমন চকচকে জিনিস দেখেছেন?
Looks amazing! What is it? pic.twitter.com/eZJyH6ZpzN
— The Figen (@TheFigen_) April 3, 2023
এই আশ্চর্যজনক ভিডিয়োটি @TheFigen_ নামের আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। আর পোস্টটির ক্যাপশনে লেখা আছে, “দেখতে খুব ভালো লাগছে! কিন্তু এটা কি?”। মাত্র 13 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 6 লাখ 38 হাজারের বেশি ভিউ হয়েছে। অন্যদিকে 8 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। ভিডিয়োটি দেখার পর মানুষ নানা কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই পাথরটি কি আসল? নাকি তৈরি করা কিছু?” আরও এক ব্যক্টি কমেন্ট করেছেন, “দেখে মনে হচ্ছে এটি একটি ছোট উল্কা।”