Viral Video: আপনি ভাবতেও পারবেন না! বিশাল জলপ্রপাতের উপর ঝুলন্ত অবস্থায় লাঞ্চ সারলেন এই যুগল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 28, 2023 | 12:57 PM

Latest Viral Video: নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানা হার্ট এবং তার প্রেমিক এই জায়গায় খাবার খাচ্ছেন। এমনভাবে খাবার খাওয়া তাদের বহু দিনের ইচ্ছে ছিল। এভাবে খাবার খাওয়ার জন্য কত টাকা খরচ করতে হয় জানেন?

Viral Video: আপনি ভাবতেও পারবেন না! বিশাল জলপ্রপাতের উপর ঝুলন্ত অবস্থায় লাঞ্চ সারলেন এই যুগল

Follow Us

Viral Video Today: পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে সাহসী মনে করে। এমনকি সেই সাহসিকতা দেখানোর জন্য যেকোনও প্রান্তে যেতে প্রস্তুত। আর তার অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজকাল এমন অনেক রেঁস্তোরা রয়েছে, যা সবার থেকে আলাদা। জলের মাঝে, ব্রিজের উপরে, এমনকি পাহাড়ের মাঝেও বিভিন্ন রেঁস্তোরা দেখা যায়। কিন্তু কখনও কি পাহাড়ের খাদের উপর জলপ্রপাতের সামনে ঝুলতে ঝলতে খাবার খেয়েছেন? তাও আবার চেয়ার টেবিলে বসে? শুনেই চমকে গেলেন তো? আতদেই এমনটা হয়েছে। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে 295 ফুট উচ্চতায় এক দম্পতিকে জলপ্রপাতের সামনে ঝুলতে ঝুলতে খাবার খেতে দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুটি পাহাড়ের মধ্যে একটি গভীর খাদ রয়েছে। আর তারই মাঝে আটকে আছে এক দম্পতি। টেবিলে বসে খাবার খাচ্ছেন। তার একপাশে জলপ্রপাত বয়ে চলেছে আর অন্যপাশে পাহাড়। এমন অপূর্ব দৃশ্য হয়তো খুব কম মানুষই দেখেছেন।


নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিশ্চিয়ানা হার্ট এবং তার প্রেমিক এই জায়গায় খাবার খাচ্ছেন। এমনভাবে খাবার খাওয়া তাদের বহু দিনের ইচ্ছে ছিল। প্রতিবেদন অনুসারে, তারা পায়ে হেঁটে বিখ্যাত কাসকাটা দা সেপল্টুরা জলপ্রপাতে পৌঁছান। সেখানে, একটি টেবিলে বসার আগে, দম্পতিকে জিপলাইনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তারপর তাদের ধীরে ধীরে সেখানে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে পনির, স্যান্ডউইচ এবং ফল খেয়েছেন। এবার প্রশ্ন হল এই জায়গায় এভাবে খাবার খাওয়ার জন্য কত টাকা খরচ করতে হয় জানেন? এখানে মাত্র 15 মিনিটের অভিজ্ঞতার জন্য মানুষকে 450 ডলার অর্থাৎ প্রায় 37 হাজার টাকা দিতে হয়। এই জায়গাটি আসলে খাবার খাওয়ার জন্য নয় বরং চারপাশের আশ্চর্যজনক দৃশ্য দেখার জন্য।