Viral Video: গাছের কোটরে দাউদাউ করে জ্বলছে আগুন, অথচ পুড়ছে না গাছের ডাল-পাতা; কীভাবে সম্ভব?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 15, 2023 | 6:27 PM

Latest Viral Video: এই ভিডিয়োটি @OTerrifying অ্যাকাউন্ট থেকে সোশ্যাল সাইট X-এ শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ গাছের ভিতর থেকে শিখা বেরিয়ে আসছে। মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই পুরো গাছটি পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা হল না।

Viral Video: গাছের কোটরে দাউদাউ করে জ্বলছে আগুন, অথচ পুড়ছে না গাছের ডাল-পাতা; কীভাবে সম্ভব?

Follow Us

Viral Video Today: অনেক সময় এমন কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা আপনাকে ভাবতে বাধ্য করে। আপনি জঙ্গল, বন, গাছ পুড়ে যেতে দেখেছেন। কিন্তু কখনও কি গাছের ভিতর আগুন লাগতে দেখেছেন? অর্থার গাছের গুঁড়িতে আগুন ধরে গিয়েছে, অথচ গাছটি পুড়ছে না। ভাবছেন তো, এ আবার কেমন কথা? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে একটি গাছের ভিতর আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভেতরে আদুন জ্বলছে। কিন্তু বাইরে এর কোনও প্রভাব নেই। বাইরের এই সবুজ গাছটিকে একেবারে নিখুঁত দেখাচ্ছে। ভিডিয়োটি দেখে অধিকাংশ মানুষ অবাক।

কিছুদিন আগে ফেসবুকে একই রকম একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তারপরে এই ক্লিপটি রিজভিল টাউনশিপ স্বেচ্ছাসেবক ফায়ার ফাইটার বিভাগের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যও দিয়েছেন তিনি। আমেরিকার ওহাইওর একটি এলাকায় এই অদ্ভুত কাণ্ড দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। তারা এসে এই কাণ্ড দেখে অবাক। এমনটা কীভাবে সম্ভব? যদিও এই আগুন নিভানোর জন্য তাকে অনেক চেষ্টা করতে হয়েছে। তবে এই ঘটনাটি থেকে বোঝা যাচ্ছে, এটা বজ্র বিদ্যুতের কারণেও হতে পারে।


এই ভিডিয়োটি @OTerrifying অ্যাকাউন্ট থেকে সোশ্যাল সাইট X-এ শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ গাছের ভিতর থেকে শিখা বেরিয়ে আসছে। মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই পুরো গাছটি পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা হল না। পুরো গাছ আগের মতো একইভাবে দাঁড়িয়ে আছে। এর একটি ডালেও আগুন লাগছে না। সবুজ গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত জ্বলতে দেখা যাচ্ছে। আবার এদিকে এর শাখা-প্রশাখা ও পাতা সবুজ। ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এমনটা হতে পারে না। আর যদিও বা হয়, তাহলে তা কোনও অলৌকিক ঘটনা।”

Next Article