Viral Video Today: আজকাল জনপ্রিয় হওয়ার জন্য মানুষ নিজের জীবনেরও পরোয়া করছে না। এমন কিছু করে বসছে, যার ফলে বিরাট কোনও ক্ষতি হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, লাইক আর শেয়ারের লোভে প্রাণ দিতেও পিছপা হচ্ছে না কিছু মানুষ। বিপজ্জনক সব জায়গায় স্টান্ট করতে দেখা যাচ্ছে। সেই সবের অনেক ভিডিয়োই প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে এক যুবক একটি উঁচু জায়গায় এমনভাবে স্টান্ট করার চেষ্টা করল, যার পরিনাম হল খুব খারাপ। এই ভিডিয়ো দেখা হতবাক নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি সেতুর রেলিংয়ে দাঁড়িয়ে স্টান্ট করার চেষ্টা করছেন। প্রথমে আপনি বুঝতে পারবেন না, যে তিনি ঠিক কী করতে চলেছেন। তারপরে হঠাৎই দেখতে পাবেন। লোকটি একপাশের রেলিং থেকে সামনের রেলিং-এ লাফানোর চেষ্টা করছেন। আপনার মনে হতে পারে তিনি তা সহজেই করে ফেলবেন। কিন্তু না, তেমনটা হল না। তার জায়গায় যা ঘটল, তা দেখলে আপনি শিউরে উঠবেন। তিনি এক রেলিং থেকে অন্য রেলিংয়ে লাফ দিতেই হঠাৎ তার ভারসাম্য হারিয়ে যায়। আর তিনি রেলিংয়ে খুব জোরে ধাক্কা খান। তারপরে নীচে পড়ে যান।
— Crazy fails (@Failcatcher1) September 13, 2023
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এমনও হতে পারে যে, জলে অনেক পাথর আছে। তাহলে তাঁর অবস্থা কী হবে, সেটাই ভাবছি।” আরও এক ব্যক্তি বলেছেন, “ভাইরাল হওয়ার জন্য এসব করার কী প্রয়োজন সেটাই ভাবি।”