Viral Video Today: প্রায় প্রতিদিনই দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও মেট্রোর ভিতর বাঁদর ঢুকে যায়, আবার কখনও কেউ স্নান করে। আর এই সব কিছুই ভাইরাল হওয়ার জন্য। তেমনই একটি দিল্লি মেট্রোর ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দুই যুবতীকে নাচতে দেখা যাচ্ছে। মেট্রোয় বসে থাকা বাকি যাত্রীরা তা দেখে অবাক। ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে এই ভিডিয়োয় তাদের বিরক্তি প্রকাশ করেছেন। দুই যুবতী যেভাবে মেট্রোর হাতল ধরে যেভাবে পোল ডান্স করছে, তা দেখে আপনার চোখও কপালে উঠবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দিল্লি মেট্রো প্রশাসনের নির্দেশিকা উড়িয়ে দিয়ে চলন্ত মেট্রোর ভিতর দু’টি মেয়ে পোল ডান্স করছে। আর সেটাই ভিডিয়ো করছে অন্য এক ব্যক্তি। মেট্রোতে অনেক লোক বসে আছে এবং অনেকে দাঁড়িয়েও রয়েছে। তাদের মাঝেই হঠাৎ করে নাচতে শুরু করে তারা। সেখানে থাকা অনেক যাত্রীই তাদের দিক থেকে চোখ ফেরাতে পারে না। আবার অনেকেই তাদের এমন নাচে বিরক্তি প্রকাশ করেছে।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মানুষ নানা রকম কমেন্ট করছেন। এর আগেও দিল্লি মেট্রোর অনেক নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তারপরেই DMRC-র তরফে নোটিশ দেওয়া হয়েছিল, এমন কিছু করবেন না যাতে অন্য যাত্রীদের অসুবিধা হয়। অনেকে আবার শেয়ারও করেছেন এই ভিডিয়োটি। বহু মানুষ লাইক আর কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ যে আর কত কী করবে, সেটাই দেখার।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “DMRC-র নিময় অনেক মানুষই মেনে চলে না। আর এই সব ভিডিয়োগুলিই তার প্রমান।”