Viral Video: বাঘেদের ডেরায় কীভাবে প্রাণরক্ষা করে চিতারা? দেখুন হাড়হিম করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 29, 2023 | 10:58 AM

Leopard Viral Video: সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন বাঘ অধ্যুষিত এলাকায় চিতাবাঘ কীভাবে বেঁচে থাকে?

Viral Video: বাঘেদের ডেরায় কীভাবে প্রাণরক্ষা করে চিতারা? দেখুন হাড়হিম করা ভিডিয়ো

Follow Us

Latest Viral Video: জঙ্গলের চিতাবাঘেরও প্রাণের ভয় থাকে, তাদের থেকে শক্তিশালী প্রাণীদের থেকে। রয়্যাল বেঙ্গল টাইগাররা জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। তাদের শক্ত চোয়াল একবার শিকারের শরীরে বসলে, তা থেকে পালানো প্রায় অসম্ভব। তাই সেই ভয় চিতাবাঘেরও থাকে। আপনার মনে হতে পারে একটি চিতাবাঘ আবার রয়েল বেঙ্গল টাইগারকে ভয় পাবে? তাদের তো সামনা সামনি হওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন বাঘ অধ্যুষিত এলাকায় চিতাবাঘ কীভাবে বেঁচে থাকে? আপনি হয়তো ভাবতেও পারবেন না, বাঘের এলাকায় ঢুকে একটি চিতাবাঘের এমন অবস্থা হয়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রয়েল বেঙ্গল টাইগার কিছু একটা লক্ষ্য় করে তার দিকে ঝাঁপাবে বলে বসে রয়েছে। তারপরে আপনি দেখতে পাবেন যে, একটি চিতাবাঘের পিছনে সে দৌড়তে শুরু করেছে। তার চিতাবাঘটিও সঙ্গে সঙ্গে দৌড়ে গাছের উপর উঠে পড়েছে। আপনার মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারটি গাছে উঠতে পারে না। এমনকি আপনি মুহূর্তের মধ্য়ে দেখতে পাবেন যে, বাঘটিও গাছে উঠতে শুরু করেছে। চমকে গেলেন? ভাবছেন বাঘ আবার গাছে উঠতে পারে নাকি? তবে এর উত্তর ভিডিয়োটি দেখলে পেয়ে যাবেন। বাঘরাও গাছে উঠতে পারে, তবে তাদের ভারী শরীরের কারণে শুধুমাত্র একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই ওঠে। চিতাবাঘ গাছে উঠতে পারদর্শী। আর আপনি হয়তো জানেন, চিতাবাঘ বাঘের চেয়ে দ্রুত দৌড়ায়। তারা সহজেই বাঘদের পিছনে ফেলে দিতে পারে। আর তাই হয়তো বাঘটি চেষ্টা করেও চিতাবাঘটিকে ধরতে পারল না।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন “বাঘের আধিপত্যে চিতাবাঘ কীভাবে বেঁচে থাকে। বাঘ সহজেই গাছে উঠতে পারে, তারা তাদের নখ দিয়ে গাছের গুঁড়ি ধরে রাখতে পারে এবং উপরে উঠতে পারে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরের ওজন বাড়ায়, বেশি উঁচুতে উঠতে পারে না।” এখনও পর্যন্ত ভিডিয়েটি 16 লাখেরও বেশি ভিউ পেয়েছে।

Next Article
Optical Illusion: মহিলার দুটো ছবিই এক মনে হচ্ছে? বেশ কিছু ফারাক কিন্তু রয়েছে, চটপট খুঁজে বের করতে পারবেন?
Video Viral: সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি, রাস্তায় Zebra Crossing পার করছে সত্যিকারের জেব্রা!