তালিবান আতঙ্ক কাবুল বিমানবন্দরে এখন শুধুই হাহাকার ও বিষাদ। চারিদিকে প্রাণ বাঁচানোর তীব্র লড়াই। বন্য়ার মতো সেই দেশে প্রবেশ করেছে তালিবান। ব্রমান পরিস্থিতিতে আফগানিস্তান এখন মানব সংকটে পতিত হয়েছে। দেশে থেকে পালানোর চেষ্টা করছেন সেই দেশের আফগানরা। বিমানবন্দরে কাঁটাতারের একদিন মার্কিন ও ব্রিটিশ সেনা। অন্যদিকে, অসহায় আফগানদের সন্তানের প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। এমনই মর্মস্পর্শী দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সম্প্রতি, কাবুল বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার টপকে আফগান নাগরিকরা তালিবানের হাত থেকে সন্তানকে বাঁচাতে সেনাদের হাতে ছুঁড়ে দিচ্ছেন। প্রাণের ঝুঁকি নিয়ে, অভিভাবকরা চেষ্টা করছেন, নিজেদের প্রাণ গেলেও যেন সন্তানরা দুধেভাতে থাকুক। আর তাই বিমানবন্দরের সামনে প্রতিদিন উপচে পড়ছে ভিড়। কয়েকজন বিমানবন্দর চত্বরে পৌঁছানোর জন্য দেয়ালের উপর দিয়ে ওঠার চেষ্টা করেছেন। তালিবানের নির্মম অত্য়াচারের হাত থেকে সন্তানদের বাঁচাতে বেপরোয়াভাবেই সেনাদের দিকে ছুঁড়ে দিচ্ছেন অসহায় অভিভাবকরা। সেনাদের কাছে তাঁদের অনুরোধ, তাঁদের যেন লুফে নেওয়া হয়। এমন মর্মান্তিক দৃশ্য দেখে মার্কিন ও ব্রিটিশ সেনা আধিকারিকরাও চোখের জল ধরে রাখতে পারেননি।
কাবুলের সর্বত্র এখন শুধুই বিষাদ ও হাহাকার। দেশ ছেড়ে পালাতে না পারার আক্ষেপ, দেশের মহিলাদের নিরাপত্তাহীন ভাবে বেঁচে থাকা, সন্তানদের ভবিষ্যত নষ্ট, সব কিছু মিলিয়ে বিধ্বস্ত আফগান নাগরিকরা। আকুতি ও হাহাকারের দৃশ্যে বর্তমান আফগানিস্তানের মর্মান্তিক পরিস্থিতিতর এক চূড়ান্ত রূপ। যা দেশে সারা বিশ্ব শিউরে উঠছে।
রবিবার, ১৫ আগস্ট, তালিবান জঙ্গি সংগঠনটি আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখল করায় সারা দেশজুড়ে তালিবানি শাসন জারি করা হয়েছে। জঙ্গি সগঠনের শাসনকালে নারীর অধিকার নিয়ে পুনরায় উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: Viral Video: একাধিক মর্মান্তিক দৃশ্যের পাশে উঠে এল তালিবানদের জিমে ওয়ার্কআউট করার ভিডিয়ো