Viral Video: যত কাণ্ড মেট্রোতে, একেবারে কামরার মেঝেতে ফেলে চলল চড়-ঘুষি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 29, 2023 | 1:20 PM

Latest Viral Video: ভিডিয়োটি টুইটারে শেয়ার করার পরে থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, "প্রতিদিনই দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো চোখে পড়ছে।"

Viral Video: যত কাণ্ড মেট্রোতে, একেবারে কামরার মেঝেতে ফেলে চলল চড়-ঘুষি!

Follow Us

Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও দিল্লি মেট্রোর ভিডিয়ো ভাইরাল হচ্ছে। কখনও কোনও দম্পতির অশ্লীল আচরন, কখনও কেউ মেট্রোর ভিতর স্নান করছে, আরও কত কী। দিল্লি মেট্রোর আবার একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। ভিডিয়োয় দু’জনকে মারামারি করতে দেখা যাচ্ছে। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেল একের পর এক চড়, ঘুষি মারতে থাকে। গত 2 মাসে, দিল্লি মেট্রোর অনেক ভিডিয়োই সামনে এসেছে। তাদের দেখে মেট্রোর কামরায় থাকা লোকজন ছুটে এসে, ঝামেলা থামানোর চেষ্টা করে। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচু সংখ্যক মানুষের নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি লোক একে অপরের সঙ্গে বিরাট মারামারি করছেন। ভিডিয়োটি রাজা নগর সিং মেট্রো স্টেশন থেকে কাশ্মীরে গেট পর্যন্ত যাওয়া মেট্রোর। মেট্রোর দুই ব্যক্তি একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন। একজন ব্যক্তি অন্য ব্যক্তির মুখ টিপতে দেখা যাচ্ছে এবং অন্য ব্যক্তি তাকে ধাক্কা দিচ্ছেন। দু’জনের মধ্যে তুমুল হাতাহাতি ও মারামারি হয়। এর পর কিছু লোক এসে দু’জনকে আলাদা করে। এর পরে লড়াই থামে এবং হলুদ টি-শার্ট পরা ব্যক্তিটি মেট্রো থেকে নেমে যায়।


ভিডিয়োটি টুইটারে শেয়ার করার পরে থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “প্রতিদিনই দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো চোখে পড়ছে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “এমনভাবে চলতে থাকলে তো মেট্রোতে ওঠাই দায় হয়ে যাবে।”

Next Article