Viral Video: হুইলচেয়ার থেকে রেললাইনে ছিটকে পড়ে গেলেন যাত্রী! তারপর… দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 05, 2021 | 9:29 PM

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হুইলচেয়ার থেকে সাবওয়ে ট্রেনের ট্র্যাকে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। পায়ের সমস্যা থাকায় নিজে উঠতেও পারছিলেন না তিনি।

Viral Video: হুইলচেয়ার থেকে রেললাইনে ছিটকে পড়ে গেলেন যাত্রী! তারপর... দেখুন ভিডিয়ো
হুইলচেয়ার থেকে সাবওয়ে ট্রেনের ট্র্যাকে পড়ে গিয়েছেন এক ব্যক্তি।

Follow Us

হুইলচেয়ার থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন রেললাইনে। কিন্তু এ যাত্রায় মৃত্যুকে ছুঁয়ে ফিরে এসেছেন ওই ব্যক্তি। তাঁর প্রাণ বাঁচিয়েছেন প্ল্যাটফর্মেই থাকা আর এক যাত্রী। এই ঘটনা ঘটেছে সুদূর নিউ ইয়র্কে। মার্কিন মুলুকের ইউনিয়ন স্কোয়ারের সাবওয়ে ট্র্যাকে ঘটতে যাচ্ছিল এক ভয়াবহ দুর্ঘটনা। তবে ভাগ্যের জোরে মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। যেভাবে প্রাণ ফিরে পেয়েছেন তাতে বলাই যায় যে পুনর্জন্ম হয়েছে তাঁর। এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেভাবে ওই ব্যক্তি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা।

টুইটারের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, হুইলচেয়ার থেকে সাবওয়ে ট্রেনের ট্র্যাকে পড়ে গিয়েছেন এক ব্যক্তি। পায়ের সমস্যা থাকায় ঠিকভাবে নিজে উঠতেও পারছিলেন না তিনি। কোনওমতে লাইন থেকে ওঠার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। সেই সময়েই গোটা ঘটনা নজরে আসে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তির। এক মুহূর্ত সময় নষ্ট না করে এগিয়ে আসেন ওই ব্যক্তি। বুদ্ধি করে নিজেই নেমে পড়েন লাইনে। প্রথমে ওই ব্যক্তির হুইলচেয়ারটা লাইন থেকে তুলে দেন তিনি। তারপর হাত ধরে টেনে কার্যত পাঁজাকোলা করেই আহত ব্যক্তিকে প্ল্যাটফর্মে তুলে দেন সাহায্যকারী ওই ব্যক্তি। সেই সময় প্ল্যাটফর্মে দাঁড়ানো বাকি অনেকেই টেনে নেন এই ব্যক্তিকে। এরপর সাহায্যকারী ব্যক্তি নিজেও উঠে পড়েন প্ল্যাটফর্মে।

দেখুন সেই ভিডিয়ো

এই উদ্ধারকার্য শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেন চলে আসে লাইনে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধারের মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ট্রেন চলে এসেছিল লাইনে। একটু সময়ের এদিক-ওদিক হলেই যে কী ভয়ঙ্কর বিপদ হতে পারত তাই ভেবেই আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। এদিকে ওই ব্যক্তি কীভাবে হুইলচেয়ার থেকে লাইনে পড়ে গেলেন তা কিন্তু জানা যায়নি। টুইটার ছাড়া সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সাহায্যকারী ওই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজ়েনরা। তাঁর উপস্থিত বুদ্ধি এবং কাজের জন্য প্রশংসা করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভিউ বাড়ছে এই ভিডিয়োর। সেই সঙ্গে বাড়ছে লাইকের সংখ্যা। কমেন্ট বক্সে সাহায্যকারী ব্যক্তিকে সম্মান জানিয়েছে এসেছে অনেক বার্তাও। রিক’ নামের এক ইউজার এই ভিডিয়ো শেয়ার করেছেন টুইতার।

Next Article