Viral: মানুষের মতো দাঁত রয়েছে মাছের! ভাইরাল অদ্ভুত দেখতে এই মাছের ছবি

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 05, 2021 | 3:06 PM

গত ৩ অগস্ট মঙ্গলবার ধরা পড়েছে এই মাছটি। নাথান মার্টিন নামের এক মৎস্যজীবী এই মাছটি ধরেছেন। জানা গিয়েছে, এই মাছটি আদতে একটি sheepshead মাছ।

Viral: মানুষের মতো দাঁত রয়েছে মাছের! ভাইরাল অদ্ভুত দেখতে এই মাছের ছবি
ভীষণদর্শন এই মাছের ছবি দেখে আঁতকে উঠেছেন অনেকেই।

Follow Us

মানুষের মতো দাঁত রয়েছে মাছের! সম্প্রতি এমনই একটি মাছ মৎস্যজীবীর জালে ধরা পড়েছে মার্কিন মুলুকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মাছের ছবি। আর তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, উত্তর ক্যারোলিনায় ধরা পড়েছে এই মাছটি। ফেসবুকে Jennette’s Pier নামের একটি পেজে এই অদ্ভুত দর্শন মাছের ছবি প্রকাশ করা হয়েছে। গত ৩ অগস্ট মঙ্গলবার ধরা পড়েছে এই মাছটি। নাথান মার্টিন নামের এক মৎস্যজীবী এই মাছটি ধরেছেন। জানা গিয়েছে, এই মাছটি আদতে একটি sheepshead মাছ।

সাধারণত এই sheepshead মাছ ধরা পড়ে পাথরের কাছে কিংবা জেটি এলাকায়। এছাড়া খাঁড়ি কিংবা ব্রিজ এলাকায় এদের পাওয়া যায়। এই ধরনের মাছকে বলা হয় ‘convict fish’। এই জাতীয় মাছের সারা গায়ে সাদা-কালো ডোরা কাটা থাকে। এই মাছটির গায়েও তাই রয়েছে। কিন্তু তার সঙ্গে এই মাছের মুখের ভিতর রয়েছে মানুষের মতো দাঁতের সারি। ফেসবুকে এই মাছের যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, মাছটির মুখের ভিতর উপরে এবং নীচা সাজানো রয়েছে দাঁতের পাটি। মুক্তোর রঙের মতো সাদা রঙ এই দাঁতের। এই মাছের দাঁতের সারি দেখে অনুমান করা হচ্ছে যে, এই sheepshead মাছ আসলে omnivores বা সর্বভুক প্রাণী। সায়েন্টিফিক আমেরিকান- এর তরফে এমনটাই জানানো হয়েছে।

দেখুন এই মাছের ছবি

সাধারণত এই sheepshead জাতীয় মাছের ওজন হয় ৫ থেকে ১৫ পাউন্ডের মধ্যে। সারা বছর উত্তর ক্যারোলিনার উপকূলীয় এলাকায় এই মাছ পাওয়া যায়। জানা গিয়েছে, sheepshead  মাছের তাদের সামনের দাঁত মূলত ব্যবহার করে শিকারের শক্ত খোলস ভাঙার জন্য। নেটিজ়েনদের অনেকেই এই ভীষণদর্শন মাছের ছবি দেখে আঁতকে উঠেছেন। জানা গিয়েছে, এর আগেও এমন মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাদের মানুষের মতো দাঁতের সারি রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই রকমই মানুষের মতো দাঁতের পাটি যুক্ত একটি sheepshead মাছ ধরেছিলেন Paul Lore নামের এক মৎস্যজীবী। এই মাছেদের দাঁতের সারিকে হাঙরের সঙ্গেও তুলনা করেন অনেকে। বলা হয়, তিনটি সারিতে সাজানো থাকে এইসব দাঁত, যাদের অত্যন্ত শক্তিশালী ভাবে কামড়ানোর ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন- Viral Video: বিয়ের দিন হবু স্ত্রী’কে চুমু খেয়ে জ্ঞান হারালেন বর! দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article