Viral Video: বিয়ের দিন হবু স্ত্রী’কে চুমু খেয়ে জ্ঞান হারালেন বর! দেখুন ভাইরাল ভিডিয়ো

হঠাৎই দেখা গেল হবু স্ত্রী'কে চুমু খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর! ঠিক কী হয়েছিল সেদিন?

Viral Video: বিয়ের দিন হবু স্ত্রী'কে চুমু খেয়ে জ্ঞান হারালেন বর! দেখুন ভাইরাল ভিডিয়ো
ভাইরাল হয়েছে এই ক্রিশ্চান বিয়ের ভিডিয়ো।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 2:23 PM

বিয়ে মানেই উৎসবের আমেজ। তা সে যে সম্প্রদায়েরই হোক না কেন। বর-কনেকে ঘিরে নানা রকম হাসি, মশকরায় মেতে থাকেন দুই পরিবারের সদস্যরা। শুধু তাই নয়। ঠাট্টা-তামাশায় যোগ দেন বিয়েবাড়িতে আগত অতিথিরাও। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ক্রিশ্চান ওয়েডিং- এর ভিডিয়ো। সেখানে বরের কীর্তিকলাপ দেখে প্রথমে চমকে গিয়েছিলেন নেটিজ়েনরা। পরে অবশ্য সব জারিজুরি বুঝতে পেরে হেসে গড়িয়েছেন তাঁরা।

বিয়েবাড়ির বিভিন্ন মজার মুহূর্ত আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ট্রেন্ড। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, স্টেজের উপর সাদা গাউন পরে দাঁড়িয়ে রয়েছে পাত্রী। পাশে রয়েছেন ব্রাইডমেটসরা। রয়েছেন বরের বন্ধুবান্ধবও। এরপর স্টেজে উঠলেন বর। এগিয়ে গেলেন হবু স্ত্রী’র দিকে। রিচুয়াল মেনেই তরুণীর ঠোঁটে চুমুও খেলেন। আর তারপরেই ঘটল আসল ঘটনা। হঠাৎই দেখা গেল চুমু খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর!

দেখুন সেই ভিডিয়ো

আশপাশের সকলেই একটু চমকে গিয়েছেন তখন। তবে বর মাটিতে পড়ে যাওয়ার আগেই তাঁকে পিছন থেকে ধরে আবার হবু স্ত্রী’র কাছে পাঠিয়ে দিলেন বরের বন্ধুরা। ততক্ষণে সকলেই হাসতে শুরু করেছেন। বরের মশকরা বুঝতে আর কারও বাকি নেই তখন। ব্রাইডমেটস, বরের বন্ধুবান্ধব, বর-কনে সকলেই তখন হেসে উঠেছেন। নতুন কনেও বুঝতে পেরেছেন যে হবু বর তাঁর সঙ্গী ঠিক কী মজা করতে চেয়েছিলেন। এমন রোম্যান্টিক বরকে দেখে তখন লাজুক হাসি দিয়েছেন তরুণীও।

ইনস্টাগ্রামে Pyaar Romance Wala- নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই বিয়ের আসর কোথায় বসেছিল তা অবশ্য জানা যায়নি। তবে নেটিজ়েনরা যে এই ভিডিয়ো দেখে বেজায় মজা পেয়েছেন সেটা স্পষ্ট। ক্রমশ লাইকের সংখ্যা বাড়ছে এই ভিডিয়োতে। কমেন্ট বক্সে নানা ধরনের মজার কমেন্ট করেছেন নেটিজ়েনরা।

আরও পড়ুন- Viral Video: নাগিন ডান্সে নাতির সঙ্গে ইনি কে! মজাদার ভাইরাল ভিডিয়োয় মন গলবে আপনারও