করোনা আবহে দিনদিন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে টিকাকরণ। আর তার সঙ্গেই প্রকাশ্যে আসছে মানুষের Trypanophobia। এই Trypanophobia- কে সোজা ভাষায় বলে সূচে ভয় পাওয়া। অর্থাৎ ইঞ্জেকশন দেখলেই যাঁরা ভয় পান, তাঁদের এই Trypanophobia আছে বলে মনে করা হয়। ক্রমশ ভারতে টিকাকরণের সংখ্যা বাড়ছে। আর সেই সঙ্গেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন বা টিকা নেওয়ার সময় দেখা যাচ্ছে কিছু মানুষের আজব আচরণ। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার সময় তারস্বরে চিৎকার করছেন এক মহিলা।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার সময় বাচ্চাদের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছেন এক প্রাপ্তবয়স্ক মহিলা। স্বাস্থ্যকর্মী যেই না ভ্যাকসিন দেওয়ার জন্য ইঞ্জেকশন সামনে এনেছেন, তখনই চিৎকার করে উঠেছেন তিনি। এ হেন ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। তাঁদের মধ্যে অনেকেই আবার ওই মহিলাকে ‘ওভার অ্যাকটিংয়ের দোকান’ বলেও সম্বোধন করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার সময় ওই মহিলা এতই চিৎকার করছেন যে আশপাশের লোকেরাও নার্ভাস হয়ে গিয়েছেন। মহিলার মতো তাঁরাও ভাবতে শুরু করেছেন যে টিকা নিতে গেলে বোধহয় সাংঘাতিক যন্ত্রণা হয়।
ভ্যাকসিন নিতে গিয়ে মহিলার চিলচিৎকার, দেখুন ভিডিয়ো
এদিকে ওই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে নাকছাবি পরে রয়েছেন মহিলা। আর তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের অনেকে। তাঁরা বলেছেন, নাকে যখন নাকছাবি পরেছেন, নাক ফুটো করিয়েছেন, তখন সূচে ভয় লাগার তো কথা নয় এই মহিলার। তাহলে ভ্যাকসিন নেওয়ার সময় এত ভয় কীসের? গত কয়েক মাসে ভ্যাকসিনেশন কেন্দ্রের বিভিন্ন মজার ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল কার্যত চারজন মিলে চেপে ধরে এক বৃদ্ধাকে ভ্যাকসিন দিয়েছেন। সেই ভিডিয়ো দেখেও হাসির রোল উঠেছিল নেট মাধ্যমে।
আরও পড়ুন- Viral Video: মেলার মাঠে বেসামাল নাগরদোলা! কোনওমতে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা