Viral Video: মেলার মাঠে বেসামাল নাগরদোলা! কোনওমতে এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
পেন্ডুলাম ঘড়ির মতো একবার ডানদিক, একবার বাঁদিকে হয়ে শূন্যে ভাসছিল নাগরদোলায় বসা যাত্রীদের সিটের দিকটি। তাও আবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল ভাবে।
জয় রাইডে চড়া, আর তা থেকে মারাত্মক সব দুর্ঘটনার কথা এর আগেও প্রকাশ্যে এসেছে। মজার মুহূর্ত যে কীভাবে নিমেষে আতঙ্কে পরিণত হয়, তা বোঝাই মুশকিল। তবে এ যাত্রায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে। সেখানকার একটি স্থানীয় উৎসব উপলক্ষ্যে মেলার মতো কোনও ইভেন্ট আয়োজিত হয়েছিল। সেখানেই ছিল একটি নাগরদোলা। আর চালু হওয়ার পর সেটা আচমকাই বেসামাল হয়ে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, নাগরদোলা চালু হওয়ার পর, যেদিকে যাত্রীরা বসেছিলেন, সেই দিকটাই বেসামাল হয়ে দুলতে শুরু করেছে।
পেন্ডুলাম ঘড়ির মতো একবার ডানদিক, একবার বাঁদিকে হয়ে শূন্যে ভাসছিল নাগরদোলায় বসা যাত্রীদের সিটের দিকটি। চালু হওয়ার পর আচমকাই নাগরদোলায় এমন গন্ডগোল দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সওয়ারিরা। ভয়ে চিৎকার করতে থাকেন তাঁরা। তবে এ যাত্রায় স্থানীয় লোকজনের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই জয় রাইডের পাশেই ছিল একটি রেলিং। বেসামাল ভাবে দুলতে থাকায়, নাগরদোলার যেদিকে যাত্রীরা ছিল, সেই দিকটি ওই রেলিংয়ে ধাক্কা খাওয়ার অবস্থা হয়েছিল। যদি ধাক্কা লাগত, তাহলে আহত হতেন যাত্রীরা। তবে এক্ষেত্রে তা হয়নি। স্থানীয়দের কয়েকজন গিয়ে ওই রেলিং ধরে দাঁড়িয়ে পড়েন। তারপর বেশ কিছুক্ষণ পর অবশেষে ঠিকঠাক ভাবে থেমে যায় নাগরদোলাটি।
দেখুন সেই ভিডিয়ো
Bystanders at the Cherry Festival in Traverse City, Michigan rushed over to stop a carnival ride from tipping over https://t.co/OeE4sASyF6 pic.twitter.com/ulLbxgQNRB
— philip lewis (@Phil_Lewis_) July 10, 2021
জানা গিয়েছে, মিশিগানের ন্যাশনাল চেরি ফেস্টিভ্যালের সেলিব্রেশনের জন্য ওই ম্যাজিক কার্পেট রাইড লাগানো হয়েছিল। আর সেখানেই ঘটেছে বিপত্তি। পেন্ডুলামের মতো দোলার সময় শূন্যে ভাসার ক্ষেত্রে ডানদিক এবং বাঁদিকে ওঠার সময় ওই জয় রাইডের মধ্যে কোনও সামঞ্জস্য ছিল না। অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই গোলযোগ দেখা দিয়েছে। আর অনিয়ন্ত্রিত অবস্থায় দুলছিল বলেই, সামনের রেলিংয়ে ধাক্কা খাওয়ার সমস্যা ছিল। তবে চোখের সামনে ওভাবে নাগরদোলা দুলতে দেখে স্থানীয় একজন ব্যাপারটা বুঝতে পারেন। তিনিই প্রথম এগিয়ে গিয়েছে রেলিংয়টিকে নিজের দিকে টেনে ধরেন, যাতে যাত্রীরা সেখানে আঘাত না পান। ওই স্থানীয় যুবকের দেখাদেখি সাহায্যে এগিয়ে আসেন আরও কয়েকজন।
জানা গিয়েছে, মিশিগানের ট্র্যাভার্স শহরে এই ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত অবশ্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। প্রথমে Reddit- এ এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। পরে তা ছড়িয়ে পড়ে টুইটারে।
আরও পড়ুন- Viral Video: ভাল্লুকের তাড়া খেয়ে এলাকা ছাড়া হয়েছে বাঘ! দেখুন ভিডিয়ো