ভারতীয় মহিলাদের মধ্যে আজকাল একটা নতুন চল দেখা যাচ্ছে। প্রচলিত ধারণার বাইরের কোনো এক কঠিন স্টান্ট তাঁরা করে দেখাচ্ছেন। চলটা এটা নয়। চলটা হল, এনারা এই স্টান্ট কোনো ট্র্যাকস্যুট বা জাম্পার্স পরে করছেন না। এই স্টান্ট ওনারা করছেন শাড়ি পরে। স্বাভাবিকভাবেই মনে হবে যে শাড়ি পরে স্টান্ট করা সম্ভব কীভাবে! যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে তো! কিন্তু, অদ্ভুত ব্যাপার হলো, এই মহিলারা তাঁদের স্টান্টের মাঝে শাড়ির প্রতিকূলতাকে সুন্দরভাবে এড়িয়ে যেতে পারেন। সম্প্রতি একটি মহিলার শাড়ি পরা অবস্থায় ব্যাকফ্লিপ করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে খোলা চুলের এক তরুণী সিঁড়িতে ব্যাকফ্লিপ করছেন। লাল শাড়িতে মহিলার স্টান্ট করার এই ভিডিয়োটি আপনাকে অবশ্যই অবাক করবে। আশেপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজনও মহিলাকে শাড়িতে ব্যাকফ্লিপ করতে দেখে বিস্মিত হয়েছেন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বিখ্যাত গান ‘রঙ্গিলো মাহারো ঢোলনা’ বাজছে।
ভিডিয়োতে দেখা মেয়েটি একজন প্রশিক্ষিত জিমন্যাস্ট এবং তাঁর নাম মিশা শর্মা (Misha Sharma)। এই ক্লিপটি টুইটারে করমা রাশি শেয়ার করেছেন। শেয়ার করার সময়, তিনি লিখেছেন, “বলছেন আপনি শাড়ি পরে ফ্লিপ করতে পারেন না? মিশা শর্মা তো অনায়াসেই করেছেন।” মানুষ এই ভিডিয়োটিকে প্রচণ্ড বেশি পরিমাণে পছন্দ করেছে। নেটিজেনরা কমেন্ট বক্সে তাঁর ভূয়সী প্রশংসাও করছেন। কেউ কেউ তো চেয়েছেন মিশা যাতে আগামী অলিম্পিকে অংশগ্রহণ করে। একজন ইউজার লিখেছেন, “সরকার এঁকে অলিম্পিকের জন্য পাঠায় না কেন?” অন্য একজন বললেন, “ট্রেনিং দেওয়া হলে তিনি অলিম্পিকে স্বর্ণপদক আনতে পারেন।” আরেকজন ইউজার মন্তব্য করেছেন, “উনি অখানে ফ্লিপ করলেন আর আমাদের হৃদস্পন্দন এখানে স্কিপ করে গেল।”
নির্দেশনা ছাড়া এই স্টান্টগুলি বিপজ্জনক হতে পারে। অতএব, ট্রেনিং ছাড়া এই ধরনের স্টান্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। মিশা শর্মা একজন নিয়মিত জিমন্যাস্ট যিনি এইরকম পর্যায়ে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম করেছেন।
আরও পড়ুন: সর্বকালের সুন্দর ভিডিয়োর তকমা কেড়ে নিল ছোট্ট সিংহ শাবক, দেখলে মন ভাল হবে নিশ্চিত