Viral Video: সর্বকালের সুন্দর ভিডিয়োর তকমা কেড়ে নিল ছোট্ট সিংহ শাবক, দেখলে মন ভাল হবে নিশ্চিত
'এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট বন্য প্রজাতির সংখ্যা নয়। আরও বেশি গুরুত্বপূর্ণ হল, কীভাবে আমরা এই প্রজাতিকে সুস্থ রাখতে পারি ও তাদের প্রাকৃতিক আবাসকে প্রাকৃতিক দৃশ্যের স্তরে সুরক্ষিত রাখতে পারি।'
মা সিংহের সঙ্গে ছোট্ট শাবকের খেলার সুন্দর ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজ়েনদের মতে, এখনও পর্যন্ত এই ভিডিয়োটি সর্বকালের সুন্দর মুহূর্তের ওয়াইল্ডলাইফ ভিডিয়ো। ভারতের একটি সংরক্ষণ কেন্দ্রে ৩০ সেকেণ্ডের ভিডিয়োটি আপাতত ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়েছে, তা নিঃসন্দেহে। সকাল সকাল মন উদাসীন থাকলে আইএফএস সুরেন্দ্র মেহরার পোস্ট করা এই সুন্দর ভিডিয়োটি দেখতে পারেন, মন ছুঁয়ে যাবে নিশ্চিত।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক সিংহী তার শাবকদের নিয়ে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। কিন্তু শিশুরা কী আর বসে থাকার পাত্র! সে মানুষেরই হোক বা সিংহের। কয়েক মিনিট পরেই মায়ের গা ঘেঁষে শিশুসুলভ গর্জন করতে করতে খানিকটা দূর হেঁটে বীরত্ব দেখাতে শুরু করে সে। তারপর মায়ের সঙ্গে খুনশুটি,আদর আর পরম স্নেহ যেন মন ভাল করে দেয়। ভিডিয়ো দেখলে স্পষ্ট বুঝতে পারবেন, সিংহীর সঙ্গে খেলায় মত্ত ওই শাবকটি খিলখিল করে হাসছে। পেটের কাছে মুখে নিয়ে কাতুকুত দিতেই মানুষের বাচ্চার মতোই হেসেই উঠেছে ওই সিংহ শাবকটিও।
ভিডিয়ো পোস্টে করে ক্যাপশনে সুরেন্দ্র মেহরা লিখেছেন, ‘এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট বন্য প্রজাতির সংখ্যা নয়। আরও বেশি গুরুত্বপূর্ণ হল, কীভাবে আমরা এই প্রজাতিকে সুস্থ রাখতে পারি ও তাদের প্রাকৃতিক আবাসকে প্রাকৃতিক দৃশ্যের স্তরে সুরক্ষিত রাখতে পারি।’
It’s not just the number of a particular wild species that is important..!
More important is how we keep this population healthy and secure their natural habitat at landscape level..#WorldLionDay ?@GujForestDept @moefcc @CentralIfs pic.twitter.com/YJYxRh3c2C
— Surender Mehra IFS (@surenmehra) August 10, 2021
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিয়োটি এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি ভিউজ হয়েছে। কমেন্ট বক্স উপচে পড়ছে নেটিজ়েনদের মন্তব্যে।
আরও পড়ুন: Viral Video: ম্যাচ চলাকালীন মায়ের হাত ছেড়ে এক ছুটে ফুটবল মাঠে ঢুকল একরত্তি, তারপর… দেখুন ভিডিয়ো