Viral Video: ম্যাচ চলাকালীন মায়ের হাত ছেড়ে এক ছুটে ফুটবল মাঠে ঢুকল একরত্তি, তারপর… দেখুন ভিডিয়ো
এই ভিডিয়ো দেখে নেটিজ়েনদের অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেক অভিভাবকই বলেছেন, বাচ্চাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে একবার না একবার তাঁদের সন্তান মা কিংবা বাবার হাত ছেড়ে দৌড় মেরেছে।
ফুটবলের মাঠে বিভিন্ন সময়ে নানা মজার মুহূর্ত দেখা যায়। তবে আমেরিকার একটি ফুটবল ম্যাচের মাঝখানে এক খুদের কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। দু’বছরের একরত্তির কীর্তিকলাপ সামাল দিতে ময়দানে নামতে হয়েছিল তার মাকেও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, মাঠে ফুটবল ম্যাচ চলছে। হঠাৎই মাঠের ধার থেকে একটি বাচ্চা দৌড়ে ঢুকে পড়েছে। পিছন পিছন দৌড়োচ্ছেন তার মা। কোনওমতে সন্তান মাঝমাঠে পৌঁছে খেলা পণ্ড করার আগেই তাকে ধরে ফেলেন মা। এরপর একদম চ্যাংদোলা করেই সন্তানকে নিয়ে মাঠের বাইরে বেরিয়ে আসেন ওই মহিলা। বাচ্চাটির দৌড়ে মাঠে ঢোকা আর তার মায়ের তাকে পাকড়াও করে বাগে আনার মুহূর্ত দুটোই ছিল ভীষণ মজার। এই ‘মিষ্টি মোমেন্ট’ ভাইরাল হয়েছে টুইটারে।
এই ভিডিয়ো দেখে নেটিজ়েনদের অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেক অভিভাবকই বলেছেন, বাচ্চাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে একবার না একবার তাঁদের সন্তান মা কিংবা বাবার হাত ছেড়ে দৌড় মেরেছে। জানা গিয়েছে, দু’বছরের এই বাচ্চাটির নাম Zaydek Carpenter। সঙ্গে ছিলেন বাচ্চাটির মা Morgan Tucker। ওহিও- র বাসিন্দা এই মা-সন্তানের জুটিকে বেজায় পছন্দ হয়েছে নেটিজ়েনদের। সাধারণত দেখা যায় মা-বাবার সঙ্গে প্রথমে খুব শান্ত হয়েই থাকে বাচ্চারা। তারপর যেই না দেখা মা কিংবা বাবার তার দিকে কড়া নজর নেই, ব্যাস হাত ছেড়ে একছুটে পালানোর চেষ্টা করে ছোট বাচ্চারা। অভিভাবকরা কিছু বোঝার আগেই সাংঘাতিক সব কাণ্ড ঘটিয়ে ফেলে এই খুদেরা। যেমন এখানে মায়ের হাত ছেড়ে দৌড়ে সটান ফুটবল মাঠেই ঢুকে পড়েছিল বাচ্চাটি।
দেখুন ২৬ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিয়ো
We hope this mother and her young pitch invader are having a great day. ? pic.twitter.com/hKfwa6wyWI
— Major League Soccer (@MLS) August 9, 2021
Major League Soccer নামের একটি পেজের তরফে টুইটারে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তারা আবার ক্যাপশনে লিখেছে, আমরা আশা করি যে এই বাচ্চাটি এবং তার মা নিশ্চয় একটা ভাল সময় কাটিয়েছেন। তবে যে যাই বলুক না কেন বাচ্চাটির মা Morgan Tucker সন্তানের এ হেন কীর্তিকলাপে বেজায় মুশকিলে পড়েছিলেন, একথা কিন্তু স্পষ্ট। Morgan জানিয়েছেন, কয়েক সেকেন্ডের জন্য সন্তানের দিক থেকে নজর ঘুরিয়েছিলেন তিনি। সেই ফাঁকেই কখন যেন সবার অলক্ষ্যে মাঠে ঢুকে পড়েছিল ছোট্ট Zaydek। তার এমন কাণ্ড-কারখানা দেখে চমকে গিয়েছিলেন Morgan। সবটা বুঝে উঠতে পারার আগেই দেখেন ফেন্সিং টপকে মাঝমাঠের দিকে দৌড়চ্ছে তাঁর বাচ্চা। Zaydek আটকাতে তখন তার পিছনে ছুটে মাঠে ঢুকে পড়েন মা Morgan- ও। তারপর কোনওমতে একরত্তিকে পাকড়াও করে মাঠের বাইরে নিয়ে আসেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- Viral Video: মুখে নেই মাস্ক, চালান কাটায় মাঝরাস্তায় আধিকারিকদের পেটালেন মহিলা! দেখুন ভিডিয়ো