Viral Video: স্টান্ট দেখাতে গিয়ে বাইকে লাগল আগুন! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা

জানা গিয়েছে, শিকাগোর স্টিভেনসন এক্সপ্রেসওয়েতে একদল বাইকার স্টান্ট দেখানোর জন্য জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যেই একজন বাঁ-হাতে drag wheelie দেখাতে যান। তখনই ঘটে বিপত্তি।

Viral Video: স্টান্ট দেখাতে গিয়ে বাইকে লাগল আগুন! ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা
স্টান্ট দেখাতে গিয়ে বাইকে লাগল আগুন, দেখুন ভিডিয়ো।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 5:36 PM

বাইক নিয়ে স্টান্ট দেখানো বরাবরই বড্ড বিপজ্জনক ব্যাপার। একটু উনিশ-বিশ হলেই চরম বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আর বাইক স্টান্টের সামান্য ভুলে যে কী মারাত্মক পরিণতি হতে পারে, সম্প্রতি তারই প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বাইক স্টান্ট চলাকালীন একটি বাইকের সঙ্গে আর একটি বাইকের ধাক্কা লেগে যাওয়ায় দাউদাউ করে জ্বলে গিয়েছে একটি বাইক। জানা গিয়েছে, বাঁ হাতে বিপজ্জনক drag wheelie দেখাতে গিয়েছিলেন এক বাইক রাইডার। সেই সময়েই আর একটি বাইকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লেগে যায়। নিমেষে আগুন ধরে যায় দুটো বাইকেই। এ যাত্রায় অবশ্য দুই বাইকের আরোহীই প্রাণে বেঁচে গিয়েছেন। তবে একজনের হাত ভেঙে গিয়েছে। জানা গিয়েছ, এই দুর্ঘটনা ঘটেছে শিকাগোর ইলিনয়স- এ।

জানা গিয়েছে, শিকাগোর স্টিভেনসন এক্সপ্রেসওয়েতে একদল বাইকার স্টান্ট দেখানোর জন্য জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যেই একজন বাঁ-হাতে drag wheelie দেখাতে যান। সেই সময় নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আরোহী। সজোরে গিয়ে ধাক্কা মারেন আর একটি বাইকে। সেই বাইকের আরোহী তখন একটি wheelie স্টান্ট দেখাচ্ছিলেন। আচমকা এসে প্রথম বাইকের ধাক্কা লাগায় বেসামাল হয়ে যান দ্বিতীয় আরোহীও। শুধু তাই নয়। প্রথম বাইকটির ধাক্কায় দ্বিতীয় বাইকটি উল্টে যায় এবং গ্যাস ট্যাঙ্কের উপর ভর দিয়ে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই গ্যাস ট্যাঙ্ক লিঙ্ক হয়ে দাউদাউ করে জ্বলে ওঠে বাইকটি।

দেখুন সেই ভিডিয়ো

View this post on Instagram

A post shared by Real Stunt News (@stuntnews)

আশপাশের অনেকেই তখন আতঙ্কে চিৎকার করে উঠেছেন। দুর্ঘটনার কবলে পড়া বাইক আরোহীকে বাঁচাতে ছুটে যান অন্য কয়েকজন রাইডার। আগুন লেগে যাওয়া বাইকগুলোর কাছ থেকে তাঁকে দ্রুত সরিয়ে আনা হয়। এদিকে ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। তাই অন্যান্য বাইক রাইডাররা কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যান। ভিডিয়োতে অনেককেই দেখা গিয়েছে জ্বলতে থাকা বাইকটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন বেশিরভাগ নেটিজ়েন। ঘটনাস্থলে যাঁরা এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তাঁদের অনেকেই বলেছেন, সামনে যেন একটা আগুনের গোলা জ্বলছিল। শোনা চ্ছে, গত মাসে এই দুর্ঘটনা ঘটেছিল। শিকাগোর ওই হাইওয়েতে জমায়েত হয়েছিলেন শয়ে শয়ে বাইকার। তাঁদের স্টান্ট ইভেন্ট চলাকালীনই এই বিপত্তি ঘটে।

আরও পড়ুন- Viral Video: ম্যাচ চলাকালীন মায়ের হাত ছেড়ে এক ছুটে ফুটবল মাঠে ঢুকল একরত্তি, তারপর… দেখুন ভিডিয়ো