কোভিড বিধি ভেঙেছেন। মাস্ক পরেননি সঠিক ভাবে। আর সেই অভিযোগেই দুই মহিলার বিরুদ্ধে চালান কাটতে গিয়েছিলেন একটি দলের সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে যে দিল্লির রাজপথে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারেতা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি কেউ। চালান কাটতে যাওয়া দলের সদস্যদের ধরে মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছে ওই দুই মহিলাকে। শেষ পর্যন্ত অবশ্য তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মাধ্যমে জুড়ে চলছে সমালোচনার ঝড়।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলার প্রায় থুতনির নীচে নামানো রয়েছে মাস্ক। সম্ভবত তাঁকে সঠিক ভাবে মাস্ক পরার কথা বলেছিলেন এক যুবক। তাঁকে ধরে হাঁটু দিয়ে ধাক্কা মেরে মারধর করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। সঙ্গে কটূ কথা তো রয়েইছে। জানা গিয়েছে, নিউ দিল্লির পীরাগরহি মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। প্রথমে ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবককে মারধর করে হেনস্থা করছিলেন ওই মহিলা। খানিক পরেই তেড়েফুঁড়ে এগিয়ে যান এক মহিলার কাছে। তাঁর চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে কনুই দিয়ে ক্রমাগত পিঠের মধ্যে মারতে থাকেন ওই মহিলা।
দেখুন ভিডিয়ো
#JUSTIN: Two women have been arrested from Outer Delhi’s Peeragarhi metro station for allegedly assaulting a civil defence volunteer when she stopped one of them for not wearing mask. An FIR has been registered against both of them. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/t1ev3Cj9Tx
— Mahender Singh Manral (@mahendermanral) August 9, 2021
জানা গিয়েছে, দুই মহিলার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়েছিল এক যুবকের। এই যুবক এমন একটি দলের সঙ্গে যুক্ত যারা উক্ত মেট্রো স্টেশনের কাছে দায়িত্বে ছিল। কোভিড বিধি লঙ্ঘন করলে তাঁদের সতর্ক করা এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়াই ওই দলের কাজ। সেই সুবাদেই ওই দুই মহিলাকে ঠিকভাবে মাস্ক পরার কথা বলেছিলেন এই যুবক। কিন্তু তাঁরা তর্ক করায় দলের আর এক সদস্য নিয়মমাফিক চালান কাটতে শুরু করেন। এরপরই রণং দেহি রূপ নেন এক মহিলা। ওই দলের দুই সদস্যকে মারধর শুরু করেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ওই মেট্রো স্টেশনের সামনে দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন দুই মহিলা। মুখে ছিল না মাস্ক। সেই জন্যই তাঁদের দাঁড় করান ওই দলের সদস্যরা। এরপর চালান কাটা হয় দুই মহিলার নামে। চালানের জন্য টাকা চাইতেই দুই মহিলা মিলে এই দলের সদস্যদের উপর চড়াও হন। এই ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের হতেই দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে উপযুক্ত ধারায় মামলাও রুজু হয়েছে।
আরও পড়ুন- Viral: প্রবল তেষ্টায় জল ভেবে ভুল করে গলে যাওয়া মোম খেলেন যুবক!