খাবার ডেলিভারি করতে গিয়ে নানা ঝুঁকির মুখে পড়তে হয় ডেলিভারি বয়। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা জুতো দিয়ে মারছেন এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীকে। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। মহিলার বিরুদ্ধে নিন্দার ঝড়ও উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
ডেলিভারি বয়দের নানা ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে এমন নিন্দাজনক ভিডিয়োর সংখ্যা খুবই কম। কিন্তু তা বলে এমন নয় যে ডেলিভারি বয়দের কোনও সমস্যার মুখে পড়তে হয় না। এর আগেও ডেলিভারি বয়দের নানা হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এবারও ঠিক একই ঘটনা ঘটল।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মীকে পায়ের জুতো খুলে বেধড়ক মারধর করছেন এক মহিলা। ভিডিয়োতে দেখা গিয়েছে, খাবার ডেলিভারি করার সময় ওই মহিলা জুতো নিয়ে মারতে শুরু করেন ডেলিভারি বয়কে। কিন্তু এমনটা ঠিক কোন কারণে ঘটল তা এই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,
Hello @zomatocare @zomato
Can anyone hit ur delivery executives like this anywhere? This delivery boy was delivering @bogas04 order (#4267443050) when she hit him with her shoes. He’s crying. It happened 6 days ago. No update from you yet. Why? How can she hit like that? pic.twitter.com/8s64jcoXYb
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) August 22, 2022
মহিলার এমন কাণ্ড দেখে নেট জুড়ে সকলেই হতভম্ব। এমনকী পথচারীরাও বুঝতে পারেননি আসলে এমন কী ঘটল যার কারণে জুতো দিয়ে মারতে শুরু করলেন ওই মহিলা। এর আগেও এমন বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে কোনও কারণ ছাড়াই ডেলিভারি বয়কে মারা হচ্ছে।
মহিলার এমন কান্ডে কান্নায় ভেঙে পড়েন ওই ডেলিভারি বয়ও। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ওই ডেলিভারি বয়ের সঙ্গে আরও তিনজন ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মী দাঁড়িয়ে ছিলেন। তাঁরাও আটকানোর কোনও রকম চেষ্টা করেননি মহিলাকে। একইভাবে, ওই মহিলার সঙ্গে আর একজন মহিলাও ছিলেন, তিনিও এসব কান্ড দেখে চুপ ছিলেন। পথ চলতি লোকেরা মহিলার এমন কান্ড দেখে রাস্তায় দাঁড়িয়ে গেলেও কোনও রকম কেউ মন্তব্য করেননি কিংবা ওই মহিলাকে কেউ আটকাতে আসেননি।
এই ভাইরাল ভিডিয়োটি টুইটারে @bogas04 নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়। ভিডিয়োটি পোস্ট করা মাত্র দ্রুত গতিতে শেয়ার হতে থাকে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে সকলেই ওই মহিলার নিন্দা করে। মুখে মাস্ক পরে থাকার জন্য মহিলার মুখ দেখা যায়নি। পাশাপাশি ভিডিয়োতে কোনও রকম সাউন্ড না থাকায় কী কারণে এমন ঘটনা ঘটল সেটাও জানা যায়নি।