নয়া দিল্লি: বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, পৃথিবীর নিঃস্বার্থ সম্পর্কগুলির অন্যতম। এমনকি প্রেমের সম্পর্কেও অনেক শর্ত থাকে, কিন্তু বাবা-মায়ের সঙ্গে ছেলে বা মেয়ের সম্পর্কের বন্ধন একেবারেই শর্তহীন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে, বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এক বাবা-মা এবং তাঁদের মেয়ের মধ্যে এমনই এক হৃদয়গ্রাহী বন্ধনের দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োটিতে মেয়েটির পা তার বাবা-মাকে জল এবং দুধ দিয়ে ধুয়ে দিতে দেখা গিয়েছে। তারপরে সেই পা ধোওয়া জল-দুধ তাঁরা পান করছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একাংশ যখন এই ভিডিয়োটি নিয়ে উচ্ছ্বসিত, তখন একাংশ ভিডিয়োটিকে অতিনাটকীয় বলে সমালোচনা করেছেন।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্রথমে বাবা তাঁর মেয়ের পা জল দিয়ে এবং তারপর দুধ দিয়ে ধুয়ে দিচ্ছেন। তারপর তিনি সেই জল-দুধ পান করেন। এরপর, মাও সেই একই প্রক্রিয়া অনুসরণ করেন। মেয়ের পা ধুইয়ে সেই জল-দুধ পান করেন। তারপর বাবা তোয়ালে দিয়ে মেয়ের পা শুকিয়ে একটি লাল আলতা ভরা থালায় মেয়েটিকে পা রাখতে বলেন। তারপরে তাকে একটি সাদা রঙের কাপড়ে পা রাখতে বলা হয়। যাতে তাঁর পায়ের ছাপ ওই কাপড়ে ধরা পড়ে। আইএএস অফিসার সঞ্জয় কুমার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “আবেগজনক মুহূর্ত। বিদায়ের আগে বাবা-মা তাঁদের মেয়ের পায়ের ছাপ ঘরে সাজিয়ে রাখছেন বাবা-মা।”
भावुक पल..
विदाई से पूर्व बेटी के पद-चिन्हों को घर में संजोकर रखते मां-बाप..?#HeartTouching
VC : SM pic.twitter.com/kJdF8dj4e6— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) August 22, 2022
ভিডিয়োটি নিয়ে অবশ্য নেট দুনিয়া দ্বিধাবিভক্ত। কারোর কারোর মন ছুঁয়ে গিয়েছে এই দৃশ্য, মেয়ের প্রতি বাবা-মায়ের ভালবাসার বহিপ্রকাশ হিসেবেই পুরো বিষয়টিকে দেখছেন তাঁরা। অন্যদিকে একাংশের নেটিজেনরা বলেছেন, এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং সোশ্যাল মিডিয়ায় প্রচর পাওয়ার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। একজন নেটিজেন লিখেছেন, “সত্যিই হৃদয় স্পর্শ করা দৃশ্য।” আরেকজন মন্তব্য করেছেন, “কন্যা-সন্তানের প্রতি ভারতীয় বাবা-মায়েদের ভালবাসা, ভাষায় বর্ণনা করা যাবে না।” আরেকজন লিখেছেন, “এটা খুবই আশ্চর্যজনক…আমি এরকম আগে কখনও দেখিনি……মেয়েটির নিজেকে ধন্য মনে করা উচিত…সবাই কাঁদছিলেন..কী এক মর্মস্পর্শী মুহূর্ত…ঈশ্বর এই পরিবার এবং মেয়েটিকে আশীর্বাদ করুন, যাতে তাঁরা সুখে জীবন যাপন করতে পারেন…মেয়েটির উচিত তাঁর শ্বশুরবাড়িতেও এই সংস্কার নিয়ে যাওয়া।”
অন্যদিকে আবার একাংশের নেটিজেনরা মন্তব্য করেছেন, “কী বোকা বোকা ভিডিয়ো শেয়ার করা হয়…কোন যুগে বাস করছি।” আরেকজন বলেছেন, “ভালবাসা ভাল, কিন্তু পা ধুয়ে সেই দুধ খাওয়াটা বাড়াবাড়ি। এই সব হল নাটক, স্রেফ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ার প্রচেষ্টা।”