Viral: ‘আমি বেঁচে আছি’, কফিনের ভিতর থেকে বলে উঠলেন মহিলা, হতবাক নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 04, 2022 | 10:45 PM

Viral: এমন আজব ঘটনায় হতবাক নেট দুনিয়া। শেষ পর্যন্ত যা হয়েছে তাতে চমকে গিয়েছে সকলে।

Viral: আমি বেঁচে আছি, কফিনের ভিতর থেকে বলে উঠলেন মহিলা, হতবাক নেটিজ়েনরা
ছবি প্রতীকী।

Follow Us

এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কফিনে (Coffin) দেহ ভরে সৎকারের জন্যেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যে কাণ্ড ঘটেছে তাতে আঁতকে উঠেছেন সকলে। কফিনের ভিতর থেকে সাড়া দিয়ে মহিলা নিজেই জানিয়েছেন যে তিনি বেঁচে রয়েছেন। এই ঘটনার কথা ভাইরাল (Viral) হয়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অন্ত্যেষ্টির আগে সেই মৃত মহিলাই বেঁচে উঠেছেন। বন্ধ কফিনের ভিতর যে মৃতদেহ রাখা হয়েছিল, সেই দেহই আওয়াজ করে কফিনের দরজায় ধাক্কা দিয়ে জানান দিয়েছে যে তিনি বেঁচে রয়েছেন। জানা গিয়েছে, ওই মহিলার নাম রোসা ইসাবেল। পেরুর Lambayque শহরে এই ঘটনা ঘটেছে। একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই মহিলা। এই দুর্ঘটনায় তাঁর এক আত্মীয়েরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল এবং মহিলার এত চোট ছিল যে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছে, ওই মহিলার আরও তিন আত্মীয়ও গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনার পর সম্ভবত ওই মহিলা কোমায় চলে গিয়েছিলেন। এমনটাই মনে করছেন মহিলার পরিবারের লোকজন। আর সেই জন্যই হয়তো তাঁকে তখন মৃত বলে ঘোষণা করা হয়েছিল। এরপর মহিলাকে কফিন বন্দি করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলে সেখানে হঠাৎই কফিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পান শেষকৃত্যে যাওয়া লোকজন। ভয়ে যে যেদিকে পারেন ছিটকে যান। কিন্তু পরক্ষণেই তাঁরা বুঝতে পারেন যে মহিলা বেঁচে রয়েছেন। কফিন খুলে দেখা যায় মহিলা চোখ খুলেছেন এবং ভীষণ ভাবে ঘেমে গিয়েছেন।

সঙ্গে সঙ্গেই ওই মহিলাকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন। চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। কিন্তু এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই মহিলার। তাঁর পরিবারের লোকেরা কফিনে করেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। অত্যন্ত দুর্বল ছিলেন তিনি। মেডিক্যাল সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই মহিলার। এই গোটা ঘটনার কথা শুনে চমকে গিয়েছেন নেটিজ়েনরা। সত্যিই এই ঘটনা চমকানোর মতোই। ভাবুন তো কাঁধে করে কফিন নিয়ে সৎকারের জন্য গিয়েছেন মৃতের পরিবারের লোকজন। আর আচমকাই কফিন বন্দি নিজেই জানান দিলেন যে তিনি বেঁচে রয়েছেন। এমন ঘটনা চোখের সামনে ঘটলে আতঙ্কেই মরে যাবেন হয়তো লোকজন। কিংবা ভাবতে পারেন ভূতুড়ে কাণ্ডকারখানা চলছে।

Next Article