Aadhaar Card Pic: আধার কার্ডের পাসপোর্ট সাইজ় ছবি নিয়ে আমাদের ঝঞ্ঝাটের শেষ নেই। Aadhaar-এ এমন কিছু ছবিও আসে, যেখানে মানুষ নিজেই নিজেকে চিনতে পারেন না। তবে, এবার এক মহিলা আধার কার্ডের ছবি তুলতে গিয়ে যে কাণ্ডটা বাঁধালেন, তা অবাক হওয়ার মতোই। না, নাক সিঁটকাননি, মুখও কাঁচুমাচু করেননি। তাহলে সমস্যাটা কোথায়? আসলে যত দোষ টি-শার্টের। অ্যাঞ্জি উচিয়া নামের ওই মহিলা যে টি-শার্টটি পরেছিলেন, তাতে লেখাছিল ‘F*** O**’। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা আধার কার্ড যা তিনি সর্বত্র, সর্বস্তরে ব্যবহার করবেন, সেই পরিচয়পত্রে তিনি যে পোশাক পরে ছবি তুলেছেন, সে পোশাকে লেখা অকথা-কুকথা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মহিলা জানিয়েছেন, টি-শার্টে লেখা এই কুকথা তাঁর জীবনে কতটা বিভ্রাটের সৃষ্টি করেছে।
Facebook-এ মহিলা লিখেছেন, যখনই আমার কোনও কিছুর জন্য আধার কার্ডের প্রয়োজন হয়, নিজেকে বড়ই বিরক্তিকর মনে হয়। কীভাবে হঠাৎ করেই আমি আধার কার্ডের ছবি তুলতে গিয়ে একটা F*** O** লেখা টি-শার্ট পরে চলে গিয়েছিলাম। এখন তা দেখার পরে এক ফোঁটাও মজা লাগে না আমার। জীবনের বাকি সময়টা এই অস্বস্তি বোধ নিয়েই আমাকে সব জায়গায় আধার কার্ড দেখাতে হবে। ফেসবুকে এই পোস্টটি লেখার সঙ্গে সঙ্গেই অ্যাঞ্জি একটি ছবিও প্রকাশ করেছেন। সেখানেই তাঁকে একটি কালো টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে, যাতে ‘F*** O**’ লেখা।
মহিলা অকপটেই পুরো বিষয়টা জানিয়েছেন। সেই সঙ্গেই উল্লেখ করেছেন, এই পোস্ট তিনি মোটেই ইচ্ছাকৃত ভাবে করেননি। ছবিটি শেয়ার হওয়ার পর থেকে বহু মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিবেদনটি লেখার সময় পোস্টে 5.7K লাইক পড়েছে, 536টি কমেন্ট এবং 3.9K বার শেয়ার হয়েছে। আর সেই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। নেটিজ়েনরা মজাদার সব মন্তব্য করেছেন।
একজন লিখছেন, “এই পোস্টটি আমার ফেসবুকে সর্বকালের সেরা পোস্ট হতে চলেছে।” দ্বিতীয় জন যোগ করলেন, “আপনার জীবনের সঙ্গে সবথেকে মজাদার কাজ যা আপনি করে ফেলেছেন।” তৃতীয় ব্যবহারকারীর বক্তব্য, “আমি যদি কখনও একটা গেমের স্রষ্টা হয়ে যাই, যার একজন চালাক নায়ক থাকবেন তাহলে আমি এরকম একটা টি-শার্ট ও এরকমই একটা দৃশ্য যোগ করব।”