জ্যোতিপ্রিয়র হাত ধরে ৩০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে, মন্ত্রী বললেন, ‘মুছে যাবে বিজেপি’

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 15, 2021 | 8:13 PM

BJP Joined TMC: "মমতা ব্যানার্জীর উন্নয়নের শরিক হওয়ার জন্য বিজেপি থেকে কর্মী শরীর কর্মী-সমর্থকরা যোগদান করলেন। তাঁরা যাতে ভালভাবে কাজ করতে পারে সেই সুযোগ করে দিতে বলেছি পুরনো তৃণমূল কর্মীদের।''

জ্যোতিপ্রিয়র হাত ধরে ৩০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে, মন্ত্রী বললেন, মুছে যাবে বিজেপি
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় বিজেপির (BJP)-র ভাঙন অব্যাহত। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলার হাবরা ১ নম্বর ব্লকের বেড়গুম ২নম্বর পঞ্চায়েতের অন্তরগর্ত প্রতাপনগরে প্রায় ৩০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে (TMC)। মঞ্চে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর ২8 পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর কথায়, উন্নয়নের শরিক হতে সুযোগ দিলাম।

৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বেড়গুম ২ নম্বর পঞ্চায়েতের এলকার বিজেপি ও সিপিএম কর্মী সর্মথকরা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পঞ্চায়েতের সভাপতি অজিত সাহার হাত ধরে তৃণমূলে যোগ দেন। বিজেপির ও সিপিএম থেকে আসা এই নেতাকর্মীদের দাবি, পুরনো দলে থেকে তাঁরা কাজ করতে পারছিলেন না। তাই এই যোগদান।

একুশের বিধানকসভা ভোটের আগে থেকেই দলত্যাগের হিড়িক পড়েছিল। তবে সেটা তৃণমূল ও বিজেপি দুই শিবিরেই। কিন্তু তৃণমূল তৃতীয়বার সরকার গড়ার পর জেলায় জেলায় মূলত একমুখী দলবদলের ধারা লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ, তৃণমূলে ফিরে আসা এবং পুরনো দলত্যাগ করে ঘাসফুল পতাকা তুলে নিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। পাশাপাশি মুকুল রায়ের তৃণমূলে ঘরওয়াপসির পর উত্তর ২৪ন পরগনা জেলায় বেশি করে এই দলবদলের ছবি দেখা যাচ্ছে।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা, মছলন্দপুর, হাবড়া,অশোকনগর, বেড়গুম ইত্যাদি এলাকায় চলছে তৃণমূলে কংগ্রেসের যোগদানের মেলা। এদিন যাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তাঁদের দাবি, “আমরা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ দেখে যোগদান করছি।”

আর এই যোগদান মেলা থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মমতা ব্যানার্জীর উন্নয়নের শরিক হওয়ার জন্য বিজেপি থেকে কর্মী শরীর কর্মী-সমর্থকরা যোগদান করলেন। তাঁরা যাতে ভালভাবে কাজ করতে পারে সেই সুযোগ করে দিতে বলেছি পুরনো তৃণমূল কর্মীদের। হাবরার মানুষের আর্শীবাদ আছে আমার সঙ্গে। বারাসাতে প্রধানমন্ত্রী আমার নাম করে গালাগালি দিয়েছিলেন এবং বলেছিলেন আমি হাবরা থেকে আমি হেরে যাব। সেটা হাবরার মানুষ জবাব দিয়ে দিয়েছেন। দায়িত্ব নিয়ে বলছি, ২০২৪ সালে বিজেপি নামের দলটি পুরো মুছে যাবে।”

তিনি যোগ করেন, “ভাটপাড়া, জগদ্দলে যেখানে যেখানে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করালাম, তাঁদের প্রত্যেকের আক্ষেপ হল মমতা ব্যানার্জিরল উন্নয়নের শরিক হতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপক উন্নয়ন করছেন, আমরা তার শরীক হতে চাই। বিজেপি দলটা হিংসার দল। তারা কিছু করতে চায় না। তাই আজ ২৮৪ জন তৃণমূলে যোগদান করলেন। আমরা তাঁদের স্বাগত জানালাম।” আরও পড়ুন: বিজেপি বিধায়কের তোলা জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার অভিযোগ! তৃণমূল বলল, ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’ 

Next Article