বিজেপি বিধায়কের তোলা জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার অভিযোগ! তৃণমূল বলল, ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’

BJP TMC Clash in Independence Day: "পতাকা তুলতেই আমাদের মারধর করে। আমরা বলি, কী অপরাধ আমাদের? বলা হয় তোমরা, বিজেপি পার্টি করো।''

বিজেপি বিধায়কের তোলা জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার অভিযোগ! তৃণমূল বলল, 'মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ'
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 6:21 PM

বাঁকুড়া: স্বাধীনতা দিবসে বিজেপি বিধায়কের (BJP MLA) উত্তোলিত পতাকা নামিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। একই সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক মারধোরের অভিযোগও উঠতে শুরু করেছে। যদিও শাসক দল তৃণমূলের (TMC) পক্ষ থেকে এই বিষয় টিকে ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলে দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসি বালেশ্বর তলায় ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করেছিলেন ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তিনি জাতীয় পতাকা তুলতে যেতেই আসে বাধা। তিনি পতাকা উত্তোলন করার পর তা নামিয়ে দেয় তৃণমূলের নেতাকর্মীরা। এমনকি তিনি যখন পতাকা উত্তোলন পর্ব সলেরে ওই গ্রাম থেকে বেরিয়ে যান, তার প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মীদের ওপর শুরু হয় আক্রমণ। তৃণমূলের কর্মীরা তাঁদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এ নিয়ে শুরু হয় শাসক ও বিরোধী তরজা।

এক বিজেপি কর্মীর অভিযোগ, “পতাকা তুলতেই আমাদের মারধর করে। আমরা বলি, কী অপরাধ আমাদের? বলা হয় তোমরা, বিজেপি পার্টি করো।” বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীর মারে তাঁরা অনেকে জ্ঞান হারান বলে অভিযোগ। এমনকি হাসপাতাল যেতে গেলে তাঁদের জন্য কোনও গাড়ি যেতে রাজি হয়নি। তাঁদের প্রশ্ন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা শুধু কি তৃণমূলেরই অধিকার?’

বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া, “আজ যে স্বাধীনতা দিবস সেটাই ভুলে গিয়েছে তৃণমূল।” তাঁকে অকথ্য ভাষায় তৃণমূল নেতারা গাললিগালাজ করেন বলে অভিযোগ। বলেন, “এখানে শাসকই মূল কথা। পুলিশ দলদাস। অভিযোগ জানাতে গেলে, ঘটনাস্থলে না এসেই বলে পুলিশ বলে দিচ্ছে, আপনি উত্তেজনা ছড়াতে গিয়েছিলেন! শাসকের এই অহংকারের পতন তো একদিন হবেই।”

যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, বিগত বন্যার সময় বিধায়কের দেখা না পাওয়ার ফলেই বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক। রাজনীতির কৌশল। পাত্রসায়র তৃণমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জির বক্তব্য,পাত্রসায়রের একটি সরকারি জায়গা দখল করার জন্য বিধায়ক যখন পতাকা উত্তোলন করে চকোলেট প্রদানে করছিলেন সে সময় সাধারণ মানুষ ক্ষোভ উগরে দেয়। তাঁদের দাবি, এলাকায় বন্যা পরিস্থিতির সময় যখন মানুষ দিশাহারা তখন এলাকার জনপ্রতিনিধি কিন্তু কোনও খবর নেয়নি। তারই প্রতিবাদ হয়েছে। কিন্তু সেই প্রতিবাদ চালাকি করে তৃণমূলের নাম তুলছে বিজেপি দল ও তাদের বিধায়ক। আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও উত্তপ্ত ভাঙড়! বিস্মিত নওসাদের প্রশ্ন, ‘বিরোধীরা জাতীয় পতাকাও তুলতে পারবে না?’