নদিয়া: সকালে এলাকার একটি বাগানে ছয়টি ভরা বস্তা দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। কিন্তু বস্তার ভেতরে যে এ জিনিস আছে তা কল্পনাও করতে পারেননি তাঁরা। ওই ছয়টি বস্তা থেকে উদ্ধার হল প্রায় দেড় কুইন্টাল গাঁজা (marijuana)। বাজারে যার আনুমানিক মূল্য কোটি টাকা। চাকদহের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে এলাকার একটি বাগানে ছয়টি ভরা বস্তা পড়ে থাকতে দেখেন তাঁরা। কীসের বস্তা দেখতে গিয়েই উদ্ধার হয় গাঁজা (marijuana)। তখনই খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ এসে ওই ছয়টি গাঁজার বস্তা উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার (Marijuana) পরিমাণ প্রায় ১৩২কেজি ৩০০ গ্রাম । বাজারে যার আনুমানিক মূল্য এক কোটি। গাঁজা পাচারের অভিযোগে, জয়দেব বিশ্বাস ও মন্টু বিশ্বাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের প্রাথমিকভাবে জেরার পর জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে ম্যাটাডোরে করে পাচার হচ্ছিল ওই গাঁজার বস্তাগুলি। কিন্তু পুলিশ দেখে পাচারকারীরা বস্তাগুলি বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।আজ সকালে গ্রামবাসীরাই বস্তাগুলি আবিষ্কার করে। তবে এই পাচারের পেছনে আর কোনও চক্র আছে কি না, কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: গাড়ির ভিতর গাঁজার পাহাড়! ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের