গাড়ির ভিতর গাঁজার পাহাড়! ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
মঙ্গলবার রাতে, দুবরাজপুরগামী একটি চারচাকা গাড়িকে আটক করে পুলিশ।
বীরভূম: পুলিশি (Police) প্রহরার জের। গাড়ির ডিকি থেকে উদ্ধার হল ৩২ কিলো গাঁজা (Marijuana)। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।
মঙ্গলবার রাতে, দুবরাজপুরগামী একটি চারচাকা গাড়িকে আটক করে পুলিশ (Police)। তল্লাশি শুরু করতেই, গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় ৩২ কিলো গাঁজা (Marijuana)। আটক করা হয় গাড়ির চালককেও। ধৃতের নাম মলয় গড়াই। ধৃত সদাইপুরের কালাসোনা গ্রামের বাসিন্দা। বুধবার সকালে ধৃত মলয় গড়াইকে সিউড়ি আদালতে তোলা হয়।
আরও পড়ুন: বর্ধমানের জাতীয় সড়কে ১৪ জনকে পিষে দিল লরি, মৃত ৪
পুলিশ (Police) সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই অবৈধ গাঁজা (Marijuana) পাচার হয়ে আসছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই গাঁজা (Marijuana) ঝাড়খণ্ড থেকে আসছে। এর পেছনে একটি বড় চক্র কাজ করছে বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশের গোপন সূত্রে আগে থেকেই এই গাঁজা পাচারের খবরটি ছিল।
মঙ্গলবার রাতে, ওত পেতে বসে ছিলেন পুলিশ (Police) কর্মীরা। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ধৃত মলয় গাড়িটি চালিয়ে আসার সময়েই তাঁকে গাড়িসমেত আটক করে পুলিশ। কতদিন ধরে এই ব্যবসা চলছে তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ (Police)।