কাটোয়া: ফোনে পরিচয়। সেখান থেকে প্রেম। দেখা-সাক্ষাৎও হয়েছে একাধিকবার। তারপর বিয়ের সিদ্ধান্ত। কিন্তু, বিয়ে করতে এসে যে থানায় ছুটতে হবে, তা স্বপ্নেও ভাবেননি নদিয়ার কালীগঞ্জের যুবক নয়ন ঘোষ। কিন্তু, বাস্তবে তাই হল। বিয়ে করতে এসে দেখলেন পাত্রীর খোঁজ নেই। ফোনেও পাওয়া গেল না তাঁকে। অগত্যা কাটোয়া থানায় অভিযোগ জানালেন নয়ন।
পেশায় স্বর্ণশিল্পী নয়ন কর্মসূত্রে জয়পুরে থাকেন। কাজের সূত্রে পরিচিত সোমনাথ ঘোষের মাধ্যমে পূর্ব বর্ধমানের বিউটি ভট্টাচার্যে নামে এক যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বিউটির বাড়ি বর্ধমানে। পুলিশের কাছে অভিযোগপত্রে নয়ন জানিয়েছেন, তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। তাঁরা একাধিকবার দেখা-সাক্ষাৎ করেছেন। বিউটি তাঁকে জানিয়েছিলেন, তিনি জুরানপুর ডাক বিভাগে চাকরি করেন। দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন।
রবিবার বিয়ের দিন ঠিক হয়। নয়নকে কাটোয়ায় আসতে বলেছিলেন ওই যুবতী। সেইমতো পরিবারের লোকজন ও বন্ধুদের নিয়ে কাটোয়ার গোয়ালপাড়ায় আসেন নয়ন। কাটোয়া ফেরিঘাটে আসার পর থেকে আর বিউটির সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। প্রথমটা হতচকিত হয়ে যান। কী হয়েছে বুঝতে পারেননি। শেষপর্যন্ত কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন।
নয়ন জানান, বিউটি তাঁকে জানিয়েছিলেন, কাটোয়ায় মাসির বাড়িতে তাঁদের বিয়ে হবে। কিন্তু, ফেরিঘাটে আসার পর থেকে আর বিউটির সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। কী করবেন, প্রথমে বুঝতে পারছিলেন না নয়ন। বন্ধু-বান্ধব আর বাড়ির লোকেরাও পড়েন বিড়ম্বনায়। শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন তাঁরা। পুলিশ নয়নের কাছ থেকে যুবতীর ছবি ও ঠিকানা নিয়েছে।
বিউটির নামে অভিযোগ করলেও নয়ন এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাঁর সঙ্গে প্রতারণা করেছে প্রেমিকা। বারবার ফোনে প্রেমিকার ছবি দেখছেন। যদি বিউটির ফোন আসে, তারই অপেক্ষায় নয়ন।