ভিক্টোরিয়া কাণ্ড: মমতার পাশে দাঁড়িয়েও ‘সেটিং’ খোঁচা আব্বাসের

ঋদ্ধীশ দত্ত |

Jan 24, 2021 | 10:59 PM

"মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর একটু ভাবার দরকার ছিল। স্লোগান দিয়েছে তাতে গুরুত্ব দেওয়ার কী দরকার! বক্তব্য দিয়ে চলে গেলে মিটে যেত।"

ভিক্টোরিয়া কাণ্ড: মমতার পাশে দাঁড়িয়েও সেটিং খোঁচা আব্বাসের
ফাইল ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা: রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও ভিক্টোরিয়ায় ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন পিরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘যারা স্লোগান দিয়েছে তাঁরা অত্যন্ত অন্যায় কাজ করেছে’ বলে মনে করছেন তিনি। এই ঘটনাকে ‘সেটিং’ বলেই মনে হয়েছে আব্বাসের।

গোটা ঘটনা নিয়ে তাঁর বক্তব্য, বিষয়টিকে মমতা অতটা গুরুত্ব না দিলেও পারতেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর একটু ভাবার দরকার ছিল। স্লোগান দিয়েছে তাতে গুরুত্ব দেওয়ার কী দরকার! বক্তব্য দিয়ে চলে গেলে মিটে যেত। সেটাকে গুরুত্ব দেওয়ার জন্যই আজ শিরোনাম হল।”

তবে কতগুলো কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন বা কাদের সঙ্গে জোট করবেন, তা এখনও তিনি স্পষ্ট করেননি। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গ তিনি সভা করবেন বলে এদিন সংবাদ মাধ্যমের উদ্দেশে জানিয়ে যান আব্বাস। আজ উত্তর ২৪ পরগনার অশোকনগরের হিজলিয়া মোড়ের কাছে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। এদিনের সভায় বক্তৃতা রাখতে গিয়ে আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায় এবং তাদের আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে লড়াই করবেন বলে জানিয়েছেন ‘ভাইজান’। তাঁর দাবি, মানুষের সমর্থন পেলে একুশেই তাঁরা ক্ষমতায় আসবেন।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী বিতর্ক: বেড না পেয়ে এসএসকেএম-র ইমার্জেন্সিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোর

এদিন বিকেলে অশোকনগরের সভায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চাঁচাছোলা বক্তব্য রাখেন আব্বাস। জল ঘোষণার পর এটাই ছিল তাঁর প্রথম রাজনৈতিক সভা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় আব্বাস সিদ্দিকী বলেন চুরি করা ছাড়া আর কোনও উপায় নেই তৃণমূলের ক্ষমতায় ফেরার।

আরও পড়ুন: সিবিআই নাকি আজ রেড করত ভাইপোর বাড়িতে: বিস্ফোরক সায়ন্তন

Next Article