আসানসোল: শোকজের চিঠি পেয়েই মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে যেভাবে স্টেপ আউট করেছিলেন ‘কারণ দর্শানোর’ চিঠি পেয়ে কার্যত ঠিক একই ভাবেই ব্যাকফুটে চলে এলেন অগ্নিমিত্রা।
পুরপ্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে তৈরি হয়েছিল দলবদলের সম্ভাবনা। তখন অগ্নিমিত্রা পাল বলেছিলেন, “শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলের মানুষ পছন্দ করেন না, একদম পছন্দ করেন না।
তিনি এ-ও জানান, এক বিজেপি সাংসদকে জিতেন্দ্র সব থেকে বেশি হ্যাকেল করেছেন। তখন অগ্নিমিত্রা কার্যত এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিজেপিতে জিতেন্দ্রকে তিনি চান না। তবে শুধু তিনি নন, সায়ন্তন বসু-সহ আরও বিজেপি নেতৃত্বরা সুর চড়িয়েছিলেন জিতেন্দ্র বিরোধিতায়।
তারপরই ‘দলবিরোধী’ মন্তব্যের দায়ে অগ্নিমিত্রা ও সায়ন্তনকে শোকজ নোটিস পাঠিয়েছে বিজেপি। আর শোকজ পেয়েই ‘সামলে খেলছেন’ অগ্নিমিত্রা। বৃহস্পতিবার আসানসোল জেলা মহিলা মোর্চার ডাকে ‘আর নয় মহিলাদের অসুরক্ষা’র প্রচারে ধরনা বিক্ষোভে অংশ নেন তিনি। সেখানে সাংবাদিকদের জিতেন্দ্র তিওয়ারি সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে চাননি মহিলা মোর্চা নেত্রী। তিনি বলেন, “এই ব্যাপারে আমি আর কিছু বলবো না। এটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। আমি একজন সাধারণ কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমার অভিভাবক। তাঁরা যেটা ভাল মনে করেছেন সেটা করেছেন। সেটা মাথা পেতে নেবো।”
তাহলে কি জিতেন্দ্র তিওয়ারির জন্য আগামী দিনের দরজা খুলে দেওয়া হল? এ প্রশ্নও সন্তর্পণে এড়িয়ে গেলেন অগ্নিমিত্রা। তিনি বলেন “দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন কারা আসবেন। কারা যাবেন।” তিনি জানান, তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই দলে আসতে চাইছেন। সেটা দেখছেন দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। বিজেপিতে শৃঙ্খলা আছে। তৃণমূল কংগ্রেসের মতো বিশৃঙ্খল নয়।
আরও পড়ুন: ‘লাল চুল কানে দুল, যুবা তৃণমূল’, ফিরহাদের জামাইকে বেনজির আক্রমণ শুভেন্দুর
তবে নাম না করেই এদিন সুজাতা খাঁকে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “উনি দুদিন আগেও মুখ্যমন্ত্রীর চূড়ান্ত বিরোধিতা করেছেন। এত তাড়াতাড়ি যদি কেউ আদর্শ বদলে নেয় তাহলে আর কী বলার আছে!”