আলিপুরদুয়ার: শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের সলতে পাকানোর কাজ। শেষবেলার প্রস্তুতিতে পুরোদমে মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী, সব দলই। এরইমধ্যে লোকসভা ভোটের আগে চা বলয়ে হারানো জমি পুনরুদ্ধারে মাঠে নেমে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের নিউ হাসিমারার বিভিন্ন এলাকা থেকে ৩২ টি পরিবার যোগ দিল তৃণমূলে। এরা প্রত্যেকেই আগে কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন দলে ছিলেন বলে জানা যাচ্ছে। একযোগে প্রচুর নতুন কর্মী সমর্থকদের পেয়ে উচ্ছ্বসিত এলাকার ঘাসফুল শিবিরের নেতারা।
এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএনটিটিউসি জেলা সম্পাদক আনন্দ চন্দ্র। নতুনদের পেয়ে এলাকায় দলের শক্তি যে আরও বাড়বে সে বিষয়ে আশাবাদী তিনিও। বিরোধীদের সঙ্গে আগামীতে জয়ের নিরিখে ভোটের ব্যবধানও অনেকটাই বাড়বে বলে মনে করেছেন তিনি। বলেন, লোকসভা ভোটের আগে আমাদের সংগঠন আরও শক্তিশালী হচ্ছে। আসন্ন নির্বাচনে আমাদের দলের প্রার্থীই জয়ী হবে।
তবে শুধু আনন্দবাবু নন, এদিন যোগদান পর্বের অনুষ্ঠানে ছিলেন এলাকার আরও অনেক তৃণমূল নেতাই। ছিলেন আইএনটিটিইউসি ব্লক সহ সভাপতি রাজেশ গুরুং ও আইএনটিটিউসি অঞ্চল সভাপতি রাজেশ সুব্বা সহ অন্য নেতৃত্বরা।