আলিপুরদুয়ার: প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন বনকর্মীরা। তার মাঝেই আচমকা চোখে পড়ল ভয়াবহ দৃশ্য। পড়ে রয়েছে কঙ্কাল। তাও আবার পুরো শরীরের কঙ্কাল নয়, কয়েকটা টুকরো। এই দৃশ্য দেখে কার্যত চমকে ওঠেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। টুকরো টুকরো অবস্থায় দেহের কঙ্কাল উদ্ধার করা হয়। ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মধ্যে এমন কঙ্কাল কী করে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণও স্পষ্ট নয়।
হ্যামিল্টনগঞ্জের বক্সার ব্যাঘ্র প্রকল্প থেকে এই কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত জঙ্গলের ঘটনা। পুলিশ সূত্রে খবর, কয়েক টুকরো হয়ে পড়ে ছিল কঙ্কালগুলি। জঙ্গলের ভিতরে এমন দৃশ্য দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও বন্য জন্তুর হামলায় হতে পারে মৃত্যু। এরপর সেই জন্তুর একপ্রকার ছিঁড়ে খেয়েছে দেহটিকে।
দেড় থেকে দু মাস আগে মৃত্যু হতে পারে বলেও অনুমান পুলিশের। অন্যদিকে, বনদফতর সূত্রে খবর জঙ্গলের প্রায় ১৫০ মিটার ভিতর থেকে কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে। উল্লেখ্য, এই ব্যাঘ্র প্রকল্পের ভিতরে রয়েছে চিতাবাঘ, হাতি ও অন্যান্য অনেক বন্যপ্রাণী। প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন হাতির হামলায় হতে পারে ওই ব্যক্তির মৃত্যু। তারপর মাংস খুবলে খেয়ে থাকতে পারেন অন্য কোনও প্রাণী। দু-এক মাস আগেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।