Alipurduar: খাস শহরের বুকে বাড়ির উঠোনে ৭ ফুটের অজগর, হিমস্রোত বয়ে গেল বাড়িমালিকের শরীরে

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2023 | 1:12 PM

Alipurduar: উদ্ধার হওয়া সাপটি পুরুষ বার্মিজ পাইথন। উল্লেখ্য ২৫ শে জুন শহরের ১৭ নং ওয়ার্ড এবং ১৮ নং ওয়ার্ডে ঠিক একই ভাবে বাড়ি থেকে দুটো অজগর সাপ উদ্ধার করা হয়।

Alipurduar: খাস শহরের বুকে বাড়ির উঠোনে ৭ ফুটের অজগর, হিমস্রোত বয়ে গেল বাড়িমালিকের শরীরে
অজগর সাপ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: সন্ধ্যা লাগায় বাড়ির উঠোনের লাইট জ্বালিয়ে দিয়েছিলেন বাড়ি মালিক। উঠোনের কোণায় কিছু একটা দলা পাকানো অবস্থায় পড়ে ছিল। টর্চের আলো ফেলতেই শিউরে ওঠেন বাড়ি মালিক। উঠোন আস্ত অজগর! কোনও গ্রামে নয়, একবারে পৌর এলাকায় একটা পাকা বাড়ির উঠোনে অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জঙ্গল ঘেঁষা কোনও গ্রামে নয়, একদম শহরতলিতেই অজগর সাপের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ।

আলিপুরদুয়ারের -৮ নম্বর ওয়ার্ডের সূর্যনগরের বাসিন্দা সুরঞ্জন চক্রবর্তীর বাড়ির উঠোনে অজগর সাপটি ছিল। খবর পেয়ে সাপ দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। রাতদুপুরে সুরঞ্জনের বাড়িতে তখন ভেঙে পড়েছে গোটা পাড়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনদফতরকে ফোন করা হলেও সাপ উদ্ধার করতে আসেননি কেউই। এরপর সর্পপ্রেমী জয়ন্ত দাসকে ফোন করা হলে উদ্ধার করা হয় ৭ ফুট উচ্চতার অজগরটিকে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপটি পুরুষ বার্মিজ পাইথন। উল্লেখ্য ২৫ শে জুন শহরের ১৭ নং ওয়ার্ড এবং ১৮ নং ওয়ার্ডে ঠিক একই ভাবে বাড়ি থেকে দুটো অজগর সাপ উদ্ধার করা হয়। স্বাভাবিক ভাবেই শহরে একের পর এক অজগর সাপ ঢুকে পড়ায় যথেষ্টই চিন্তিত এলাকাবাসী।  অজগর সাপটি এভাবে শহরের মধ্যে কীভাবে ঢুকে পড়ল, তাও ভেবে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

বাড়ি মালিক বলেন, “একটা বড় দলা পাকানো বস্তার মতো কিছু একটা পড়ে থাকতে দেখি। অন্ধকারে ভাল বুঝতে পারিনি। পরে টর্চের আলো ফেলে দেখি বিশাল সাপ। এত্ত বড় সাপ বাড়িতে ঢুকল কীভাবে, কোথা থেকে এল, সেটাই বুঝতে পারছি না। আমাদের এলাকায় এই ধরনের ঘটনা তো আগে ঘটেনি।”

Next Article