আলিপুরদুয়ার: চোখ ঠিকরে বেরিয়ে আসছে। দৃশ্যত তিনি যেন কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছিলেন। সারা শরীর শক্ত কাঠ হয়ে গিয়েছিল। ঝোঁপের মধ্যে পড়ে ছিল যুবকের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে। বুধবার সকালে বনদফতরের পানা রেঞ্জ সংলগ্ন ঝোঁপ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জঙ্গলের পাশের রাস্তা ধরে কাজে যাচ্ছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। রাস্তার ধারে সাইকেল দাঁড় করিয়ে শৌচকর্ম করতে গিয়েই ঝোঁপের মধ্যে চোখ পড়েছিল। তখনই তাঁরা দেখতে পান কালো জামা পরিহিত এক যুবক উপুড় হয়ে পড়ে রয়েছে। শরীরে কোনও সার নেই বুঝতে পেরেই আঁচ করতে পেরেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপর তাঁরা থানায় খবর দেন।
পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চেহারা যেরকম ছাপ রয়েছে, তাতে বনকর্মীরা মনে করছেন, সম্ভবত হাতির হানায় যুবকের মৃত্যু হতে পারে। মৃত্যুর আগে যুবক যে কিছু একটা দেখে ভীষণভাবে ভয় পেয়েছিল, সেটা মনে করছেন বনকর্মীরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে।