Alipurduar: মাঠের মধ্যে চলছিল দেদার আড্ডা, হঠাৎ হাজির ‘সে’, বুঝে ওঠার আগেই সব শেষ

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2023 | 8:44 AM

Alipurduar: ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি অঞ্চলের ইসলামাবাদ এলাকায়‌। গতকাল এলাকার কয়েকজন যুবক মাঠের মাঝে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় হঠাৎই বুনো হাতির দল হানা দেয় এলাকায়।

Alipurduar: মাঠের মধ্যে চলছিল দেদার আড্ডা, হঠাৎ হাজির সে, বুঝে ওঠার আগেই সব শেষ
আলিপুরদুয়ারে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: এলাকার বেশ কয়েকজন যুবক বসেছিল মাঠে। গল্প-গুজব আড্ডা যা হয় আর কী! তবে খোদ মৃত্যুর দূত এভাবে সামনে এসে দাঁড়াবে ভাবতেও পারেনি। শুঁড়ে তুলে সোজা আছাড় উপর থেকে নিচে। তারপরই সবটা শেষ।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি অঞ্চলের ইসলামাবাদ এলাকায়‌। গতকাল এলাকার কয়েকজন যুবক মাঠের মাঝে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় হঠাৎই বুনো হাতির দল হানা দেয় এলাকায়। সকলে পালিয়ে গেলেও পালাতে পারেনি প্রেমনাথ ওরাঁও (২৫)। তাঁকে শুঁড়ে পেঁচিয়ে রীতিমত আছাড় মারে নিচে। গুরুতর জখম হয় প্রেমনাথ।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ দিকে, লোকালয়ে বারংবার হাতি প্রবেশ করায় ক্ষুব্ধ হচ্ছেন এলাকাবাসীও। প্রসঙ্গত, এখন বোরো ধান ঘরে তোলার সময়। সেই কারণে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। আর ধান খাবার লোভে বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। মৃত্যু হচ্ছে মানুষের। এ দিকে, হাতি আটকাটে জমিতে বিদ্যুতের তার ফেলে রাখায় মৃত্যু হচ্ছে হাতিরও। এই অবস্থায় বনদফতর কী করছে, তাদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলছে এলাকাবাসী। তাঁদের অভিযোগ, হাতি ঢুকে পড়লে বনদফতর এলাকায় আসতে চায় না। দু’জায়গায় একসঙ্গে হাতি বেরলে এক জায়গায় যায়। যার জেরে সমস্যায় পড়েন সাধারণ থেকে হাতিও।

Next Article