আলিপুরদুয়ার: পরপর নারী নির্যাতনের ঘটনা আলিপুরদুয়ারে। প্রথমজন শিশু। তাঁকে ধর্ষণের পর খুন। আর এবার ৯ বছরের নাবালিকা। তাকে ধর্ষণ। এই ঘটনায় উত্তপ্ত আলিপুরদুয়ার। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সকল ঘটনার পিছনে তিনি দোষারোপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বলেন, “এই রাজ্যের ধর্ষকদের প্রোটেক্টর সরকার আছে বলে। মুখ্যমন্ত্রী দায়ী। কারণ তিনি সাড়ে ১৩ বছর পুলিশমন্ত্রী।”
বিরোধী দলনেতার অভিযোগ, এখানে টার্গেট করা হচ্ছে গরিব-ট্রাইবাল পরিবারগুলিকে। এরপর সাম্প্রতিক সময়ের একাধিক উদাহরণ দিয়ে তিনি বলেন, “হাঁসখালি,মাটিগাড়া, যাই বলুন না কেন, হয় পিছিয়ে পড়া সমাজ নয়ত নমঃ শূদ্র। তাঁদেরই টার্গেট করা হচ্ছে।”
শুভেন্দু এ দিন এও বলেন, “আমরা সাংসদ ও বিধায়কদের নিয়ে এখানে এসেছি সহানুভূতি জানাতে। যদি এই পরিবার আইনি লড়াই করে তবে আমরা পাশে আছি। ময়নাতদন্ত কীভাবে হয়েছে আমি জানি না। তবে শুনেছি পিএম সঠিক পদ্ধতিতে হয়নি। এটা রাজনীতি নয়।” তিনি আরও বলেন,”পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছে। শিশুকন্যারা বাদ যাচ্ছে না। এটা জঘন্ন অপরাধ। এদের জানোয়ারের সঙ্গে তুলনা করলেও ভুল হবে। এখানে গ্রামের লোকজন আইন নিজের হাতে তুলে নিয়েছিল তার কারণ এই সরকারের প্রতি তাদের আস্তা নেই।”