Alipurduar: ‘বিজেপি নেতা তৈরি করে, আর তৃণমূল ঠিকাদার…’, খোঁচা আলিপুরদুয়ারের পদ্ম নেতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 06, 2022 | 11:04 PM

BJP vs TMC in Alipurduar: বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক শুক্রবার বলেন, "তৃণমূল নেতা তৈরি করতে পারে না। তার নমুনা আমরা দেখেছি। কোনও কারণে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, তারা রাতারাতি তৃণমূলের ক্যাপ্টেন হয়ে গিয়েছেন,নেতা হয়ে গেছেন।"

Alipurduar: বিজেপি নেতা তৈরি করে, আর তৃণমূল ঠিকাদার..., খোঁচা আলিপুরদুয়ারের পদ্ম নেতার
আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদক

Follow Us

আলিপুরদুয়ার : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ ঘুরে গিয়েছেন উত্তরবঙ্গ থেকে। শিলিগুড়িতে ‘শাহি’ কর্মিসভার পরই বাড়তি অক্সিজেন নিয়ে এখন উজ্জীবিত বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি ভূষণ মোদকের কথাতেই সেই শরীরি ভাষা স্পষ্ট। বললেন, “বিজেপি নেতা তৈরি করে আর তৃণমূল ঠিকাদার তৈরি করে আর কাটমানি তোলে।” বিজেপির জেলা সভাপতির এই মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক শুক্রবার বলেন, “তৃণমূল নেতা তৈরি করতে পারে না। তার নমুনা আমরা দেখেছি। কোনও কারণে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, তারা রাতারাতি তৃণমূলের ক্যাপ্টেন হয়ে গিয়েছেন,নেতা হয়ে গেছেন।”

বিজেপি নেতা আরও বলেন, “আলিপুরদুয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি, ওই ধরনের নেতা বিজেপিতে প্রচুর রয়েছেন। এই জন্যই আমি বলি তৃণমূল ঠিকাদার তৈরি করে,বিজেপি নেতা তৈরি করে। আর তৃণমূল ঠিকাদারী করে,তোলাবাজি তোলে,কাটমানি তোলে। বিজেপিতে থেকে তো গিয়েছেই এটা অস্বীকার করি না।” তাঁর বক্তব্য, “বিজেপি থেকে কয়েকজন গিয়েছেন। তাঁরা এখন তৃণমূলের নেতৃত্বে রয়েছেন। তৃণমূল নেতা তৈরি করতে পারেনি বলেই এরা নেতৃত্বে রয়েছেন। যদি নিজস্ব নেতা থাকত, তাহলে এরা নেতৃত্বে থাকতেন না। আমাদের দলে এই রকম হয় না। তাই হতাশাগ্রস্ত হয়ে তৃণমূলে ফিরে করেছেন। বিজেপিতে এসে নেতা হওয়া যায় না। বড় পদ পাওয়া যায় না।”

বিজেপির জেলা সভাপতি ভূষন মোদক যাদের নিশানা করে এই কথাগুলি বলছেন, তাঁদের মধ্যে একজন এখন তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি। পরবর্তীকালে তাঁকে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “বিজেপি যদি নেতা তৈরি করে তাহলে তাদের নেতা এত ঘন ঘন বদলাতে হচ্ছে কেন? তাহলে বাংলার এই অবস্থা কেন? বিজেপি তো বলেছিল বাংলার ক্ষমতা দখল করব। ২০০ পার করব।” তিনি আরও বলেন, “বিজেপিতে থাকতে পারছে না। তাই তৃণমূলে যাচ্ছে। বিজেপি নেতারা যারা ভাল কাজ করতে চায়,মানুষের জন্য কাজ করতে চায়। বিজেপিতে থেকে কাজ করতে পারছে না। তাই তৃণমূলে আসছে। এই কথা বলে লাভ নেই।”

Next Article