আলিপুরদুয়ার: স্ত্রীর প্রত্যেকটা কাজ নিয়ে সন্দেহ করতেন। ঘর থেকে বেরোলেও সন্দেহ হত। সব থেকে বেশি সমস্যা ছিল নিজের ভাইয়ের সঙ্গেই স্ত্রীর সম্পর্ক নিয়ে। পরিবারের সদস্যরাই জানাচ্ছেন, দেওরের সঙ্গে বৌদির ঘনিষ্ঠতা ছিল। কিন্তু সেটা অন্য ভাবে দেখতেন স্বামী। তাতে বাড়ে সন্দেহ। আর এসবের মাঝেই ঘর থেকে উদ্ধার ওই মহিলারই ঝুলন্ত দেহ। আলিপুরদুয়ারের বঞ্চুকামারি গ্রামে এক মহিলার রহস্যমৃত্যু নিয়ে ধন্দ তৈরি হয়েছে। অস্বাভাবিক মৃত্যুমামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম পুতুল রায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনচুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুভাষ বর্মনের মেয়ে পুতুল রায়ের সঙ্গে বিয়ে হয় কোচবিহার জেলার মরিচবাড়ি খোলটার বাসিন্দা মানিক রায়ের। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে পুতুলকে সন্দেহ করতেন তিনি। মানিকের ভাইয়ের সঙ্গে পুতুলের ভাল সম্পর্ক থাকলেও, সেটা নিয়ে সমস্যা আরও বাড়ে।
অভিযোগ, দুজনের মধ্যে মাঝেমধ্যেই সমস্যা হত। স্ত্রীকে মারধর করার অভিযোগও ওঠে মানিকের বিরুদ্ধে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পুতুলের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য রয়েছে। পুলিশ মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আদৌ এটা খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।