Alipurduar Gas Leak: চায়ের দোকানে বসেছিলেন, আচমকাই ঝাঁঝালো গন্ধ, বর্ষবরণের রাতে বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 01, 2023 | 11:14 AM

Alipurduar Gas Leak: বীরপাড়া- মাদারিহাট ব্লকের ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে বিপর্যয়। অসুস্থরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

Alipurduar Gas Leak: চায়ের দোকানে বসেছিলেন, আচমকাই ঝাঁঝালো গন্ধ, বর্ষবরণের রাতে বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক
বিষাক্ত গ্যাসে অসুস্থ একাধিক

Follow Us

আলিপুরদুয়ার: বর্ষবরণের রাতে চায়ের দোকানে বসে গল্প করেছিলেন অনেকে। আচমকাই একটা প্রকট গন্ধ নাকে আসছিল। তখনও বিষয়টা বুঝতে পারেননি। আস্তে আস্তে অনেকেরই শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তারপরই মুহূর্তে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে সেই গ্যাস। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া-মাদারিহাট এলাকায়। অসুস্থ হয়ে পড়েছে অন্ততপক্ষে ২৫ জন। বীরপাড়া- মাদারিহাট ব্লকের ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে বিপর্যয়। অসুস্থরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। অন্তত তেমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছু স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ৫ জন মহিলা, ২ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। তাঁদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে জানা যাচ্ছে। মোট ৮ জনকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিতিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত একটা গ্যাস থেকেই এমনটা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছে। তবে এটা কী ধরনের গ্যাস, সেটা এখনও বলতে পারেননি চিকিৎসকরা। বিষয়টা তাঁরা নজরে রেখেছেন।

স্থানীয় ব্যবসায়ী বীর কমল ছেত্রী জানান, রাত ৮ টা নাগাদ তাঁর দোকানে কয়েকজন বসে গল্প করছিলেন। আচমকা গ্যাসের গন্ধে চার দিক ভরে গেলে, কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বমি করতে শুরু করেন।

এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিজের বাড়িঘর ছেড়ে কেউ বের হননি। তবে ঘরের ভিতরেই মাস্ক পরে থাকছেন। ভীষণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। স্থানীয় প্রশাসনের তরফে বিষয়টি দেখা হচ্ছে।

Next Article