আলিপুরদুয়ার: টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত কনস্টেবলকে। রবিবার রাতেই তাঁর আলিপুরদুয়ারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সিভিক ভলান্টিয়ারদের টাকা আত্মসাতে নাম জড়িয়েছে তাঁর। সোমবার অভিযুক্ত কনস্টেবলকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আলিপুরদুয়ার পুলিশের ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের নামে টাকা নিয়েছেন তিনি। যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা কাজ করেন না, অথচ এক সময় দায়িত্বে থাকতেন, তাঁদের নামে ভুয়ো বিল বানিয়ে সরকারের টাকা আত্মসাৎ করেন ওই কনস্টেবল।
অভিযোগ, সেই বিলের টাকা ওই কনস্টেবল তাঁর নিজের অ্যাকাউন্টে ও আত্মীয়দের অ্যাকাউন্টে নিয়ে নিতেন। পেমেন্ট সফটওয়ারকে কাজে লাগিয়ে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্ট নম্বরও বদলে দেন বলে অভিযোগ। তবে কতজন সিভিকের মাইনের টাকা তিনি নিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
তবে গত চার-পাঁচ বছর ধরে এই কাজ চালাচ্ছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। প্রায় ৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে নাম জড়িয়েছে তাঁর। আলিপুরদুয়ারের পুলিশসুপার ওয়াই রঘুবংশী জানান, তাঁরা একটি অভ্যন্তরীণ তদন্ত করছিলেন। তাতেই বিষয়টি সামনে আসে। সিভিক ভলান্টিয়ার ডিউটিতে না এলেও তাঁর প্রাপ্য ভাতা ওই কনস্টেবল নিজের অ্যাকাউন্ট ও আত্মীয়ের অ্যাকাউন্টে চালান করেন।